Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশবাসীকে ক্রিকেটারদের নববর্ষের শুভেচ্ছা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ১৯:০৩ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৪ ১৯:০৬

পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দের রেস না কাটতেই হাজির হয়েছে বাঙালি জাতীর সবচেয়ে বড় আয়োজন পহেলা বৈশাখ। বাংলা নববর্ষের উল্লাসে মেতে উঠেছে দেশবাসী। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে। ‘

অভিজ্ঞ ক্রিকেটার সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’ তারকা পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। শুভ নববর্ষ সকলকে।’

বিজ্ঞাপন

অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘আনন্দ, উন্নতি ও শুভকামনার বার্তা নিয়ে নতুন বছরের সূচনায় ভরে উঠুক সকলের জীবন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩১।’ লিটন দাস লিখেছেন, ‘শুভ নববর্ষ! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।’

ঈদ-নববর্ষ মিলিয়ে বেশ কয়েকদিন ছুটি কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরতে হচ্ছে ক্রিকেটারদের। আগামীকাল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। কাল ডিপিএলের দশম রাউন্ডের তিনটি ম্যাচ মাঠে গড়াবে।

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর