Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৩ বছর পর রিয়াল ছাড়ছেন নাচো

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪ ১৬:৩১

ঠিক ১১ বছর বয়সে রিয়াল মাদ্রিদের একাডেমিতে যোগ দেন নাচো ফার্নান্দেজ। এরপর ২০০৮/০৯ মৌসুমে এসে রিয়ালের দ্বিতীয় দলের হয়ে অভিষেক আর ২০১১ সালে এসে রিয়ালের রাজকীয় জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামেন নাচো। সবমিলিয়ে নিজের ২৩তম বছর রিয়ালের হয়ে কাটাচ্ছেন নাচো। এবার সেই সময়ের ইতি টানতে যাচ্ছেন এই স্প্যানিশ ফুটবলার। ২০২৩/২৪ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা জানিয়েছেন নাচো।

গেল মৌসুমে করিম বেনজেমা ক্লাব ছাড়ার পর রিয়াল মাদ্রিদের অধিনায়কের দায়ভার পড়েছে তার কাঁধেই। ইতোমধ্যেই রিয়ালের অধিনায়ক হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার কাপও। তবে এক মৌসুম রিয়ালের অধিনায়ক থাকার পরেই ক্লাব ছাড়ার ঘোষণা নাচোর।

বিজ্ঞাপন

৩৪ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলার সবসময়ই থেকেছেন পাদপ্রদীপের আড়ালে। রিয়ালের সেরা একাদশে দেখা গেছে খুব কমই। বেশিরভাগ সময়ই কাটিয়েছেন বদলি খেলোয়াড় হিসেবে খেলে। তবুও রিয়ালের জার্সিতে খেলে ফেলেছেন ইতোমধ্যেই ২৩৩টি ম্যাচ।

২০২৩/২৪ মৌসুমের শুরুতেই এডার মিলিতাও এবং মৌসুমের মাঝপথে ডেভিড আলাবার এসিএল চোটে ছিটকে যাওয়ার পর রক্ষণে রেখেছেন ভূমিকা। এছাড়াও খেলছেন দলের প্রয়োজনে রাইট এবং লেফট ব্যাক পজিশনেও।

রিয়ালের হয়ে ২৬টি শিরোপা জিতেছেন নাচো, যার মধ্যে আছে ৫টি চ্যাম্পিয়ন্স লিগও। ২০২৪ সালের জুনে রিয়ালের সঙ্গে শেষ হচ্ছে তার চুক্তি মেয়াদ। এরপরেই রিয়াল ছেড়ে নতুন ঠিকানা বেছে নেবেন তিনি। ধারণা করা হচ্ছে ইউরোপিয়ান কোনো ক্লাবে নয়, বরংচ এমএলএস কিংবা সৌদি প্রিমিয়ার লিগে পাড়ি জমাতে পারেন নাচো।

রিয়াল মাদ্রিদ এর মধ্যেই নাচোর বদলি হিসেবে ফ্রান্সের ১৮ বছর বয়সী তরুণ সেন্টার ব্যাক লেন্ত ইয়োরোকে নজরে রাখছে। এছাড়াও আলাভেজে লোনে থাকা ঘরের খেলোয়াড় রাফা মারিনকেও ফেরাতে পারে রিয়াল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ক্লাব ছাড়ছেন নাচো ফার্নান্দেজ রিয়াল মাদ্রিদ স্প্যানিশ ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর