Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটেও গোল ছিল না ওটা—ক্লাসিকো বিতর্কের জবাব আনচেলোত্তির

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২৪ ১৩:০২

ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় লড়াই এল ক্লাসিকো। যেখানে ম্যাচ জিততে খেলোয়াড়রা নিজেদের সামর্থ্যের চেয়েও বেশি ঢেলে দেন। এটা কেবল ফুটবল ম্যাচ নয়, তার চেয়েও আরও বড় কিছু। এমন মর্যাদার লড়াইয়ে একটু এদিক সেদিক হলেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। এমনটাই হয়েছে ২০২৩/২৪ লা লিগার মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে। রিয়ালের ঘরের মাঠে বার্সেলোনার সম্ভাব্য একটি গোল বাতিল হলে রেফারি থেকে শুরু করে ভিএআর নিয়েও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। অন্যদিকে নিজেদের পক্ষে সিদ্ধান্ত যাওয়াতে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলছেন—মোটেও গোল ছিল না ওটা।

বিজ্ঞাপন

মর্যাদার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াইটা বিতর্ক মুক্ত ছিল না। বেশ কিছু ঘটনায় আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে অন্যতম বার্সার সম্ভাব্য গোলের বিষয়টি। রিয়াল মাদ্রিদের নেওয়া পেনাল্টি নিয়েও আছে আলোচনা। তবে ম্যাচের পর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বার্সার গোলের দাবিটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন। তার মতে, ‘সেটা মোটেও গোল ছিল না। কারণ বল লাইন অতিক্রম করেনি। তবে আমাদের পেনাল্টিটি ছিল পরিষ্কার।’

বিজ্ঞাপন

এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের পাঁচ মিনিটের মাথায় রিয়ালের বিপক্ষে লিড নেয় বার্সেলোনা। তবে সে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ১৭তম মিনিটে বল নিয়ে ডান দিক থেকে ডি বক্সে ঢুকে পড়েন লুকাস ভাস্কেজ। তাকে আটকাতে ফাউল করতে বাধ্য হন কুবারিস। সেই পেনাল্টিরও কড়া সমালোচনা করেছেন বার্সেলোনা কোচ।

তবে এর থেকেও বড় বিতর্কের জন্ম ম্যাচের ২৮তম মিনিটে। লামিনে ইয়ামালের ফ্লিক কোনোমতে ঠেকান রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্র লুনিন। বার্সার দাবি বলটা গোললাইন অতিক্রম করলেও সেটা দেওয়া হয়নি। যেহেতু অফিশিয়ালরা ভিডিও অ্যাসিসট্যান্ট রিভিউ দেখেও বিষয়টা প্রমাণ করতে পারেননি। ম্যাচে বিতর্ক থাকলেও ক্লাসিকোটা যে জমজমাট ছিল সেটা স্বীকার করেছেন আনচেলত্তি, ‘ম্যাচটা দুই পক্ষ থেকেই দারুণ ছিল। হাই লেভেল ম্যাচ যাকে বলে।’

এই জয়ে লা লিগায় বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল রিয়াল। ৩২ ম্যাচে ২৫ জয় আর ৬ ড্র’তে রিয়ালের পয়েন্ট ৮১। সমান ম্যাচে ২১ জয় ৭ ড্র’তে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরুনা আর ৬১ পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ। এতেই ৩৬তম লা লিগা শিরোপার আরও কাছে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ।

লিগ শিরোপা নিশ্চিত করাটা তাদের জন্য সময়ের ব্যবধান মাত্র। রিয়াল মাদ্রিদ কোচও মনে করেন, লিগ শিরোপা জয়ের কাজটা তাদের সমাপ্ত হয়েছে। তবে এখানেই সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকতে চান না তিনি, ‘হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমরা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছি। এখন আমাদের পার্থক্যটাও বেশি। তবে এখানেই বসে থাকতে চাই না। আমাদের আরও কিছু পয়েন্ট সংগ্রহ করতে হবে। তার পর প্রস্তুতি নিতে হবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের।’

সারাবাংলা/এসএস

এল ক্লাসিকো কার্লো আনচেলোত্তি জাভি হার্নান্দেজ রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা লা লিগা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর