বিসিবিতে নতুন অ্যানালিস্ট মুহসিন শেখ
২২ এপ্রিল ২০২৪ ১৫:৪৩
গত বছর শ্রীনিবাসন চন্দ্রশেখর চাকরি ছাড়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের ভিডিও অ্যানালিস্টের পদে পাকাপাকিভাবে কাউকে দেখা যায়নি। এবার লম্বা সময়ের জন্য ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন অ্যানালিস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান মুহসিন শেখ।
সোমবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। আগামী দুই বছরের জন্য নিয়োগ পেয়েছেন মুহসিন শেখ। ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
অ্যানালিস্ট হিসেবে বেশ পরিচিত মুখ মুহসিন শেখ। বেশ কয়েকটি জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার। গত বছরের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলেও খণ্ডকালীন কাজ করেছেন তিনি। এছাড়া বিভিন্ন দেশের ঘরোয়া লিগগুলোতে অ্যানালিস্ট হিসেবে মুহসিন শেখ বেশ পরিচিত মুখ।
জাতীয় পর্যায়ে পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়ার সঙ্গে কাজ করেছেন তিনি। ঘরোয়া ক্রিকেট লিগগুলোর মধ্যে পিএসএল, আইপিএল, বিগ ব্যাশ লিগে কাজ করেছেন অ্যানালিস্ট হিসেবে। বিপিএলের সর্বশেষ আসরে খুলনা টাইগার্সের হয়ে কাজ করেছিলেন মুহসিন শেখ।
সারাবাংলা/এসএইচএস