Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে বাংলাদেশি মেয়েদের বড় হার

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৪ ২০:২৯

আগে ব্যাটিং করে ১৪৫ রান তুলেছিল ভারতীয় নারী ক্রিকেট দল। অতীতে টি-টোয়েন্টিতে এতো রান তাড়া করে কখনোই জিতেনি বাংলাদেশ নারী দল। তবে অধুনিক টি-টোয়েন্টিতে নারী ক্রিকেটে এমন রান অহরহই হচ্ছে। বাংলাদেশ অবশ্য আজ সেটা করে দেখাতে পারেনি।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি একপ্রান্ত আগলে রেখে দারুণ একটা ফিফটি করেছেন। তবে বাকিরা সঙ্গ দিতে পারেননি তাকে। ফলাফল বড় ব্যবধানের হারতে হয়েছে বাংলাদেশকে।

বিজ্ঞাপন

রোববার (২৮ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। এই হারে সিরিজে ১-০তে এগিয়ে গেল ভারত।

ভারতের ১৪৫ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পরে যায় বাংলাদেশ।  পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। দলীয় ৩০ রানের মাথায় আরও একটা উইকেট পড়লে বড় বিপদেই পরে বাংলাদেশ। এরপর স্বর্ণা, রাবেয়া, নাহিদাদের নিয়ে কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছেন নিগার সুলতানা জ্যোতি।

চার নম্বরে নেমে ৪৮ বল খেলে ৫টি চার ১টি ছক্কায় ৫১ রানের দারুণ একটা ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। টি-টোয়েন্টিতে নিগারের এটা সপ্তম হাফসেঞ্চুরি। জ্যোতি ছাড়া বাংলাদেশের হয়ে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছে কেবল মুর্শিদা খাতুন (১৩) ও স্বর্ণা আক্তার (১১)।

৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রানে থেমেছে বাংলাদেশ। ভারতের হয়ে ১৮ রানে ৩ উইকেট নিয়েছেন রেনুকা সিং। পুজা বস্ত্রকার ২৫ রানে নিয়েছেন ২ উইকেট।

এর আগে শুরু থেকেই নিয়ন্ত্রিত ব্যাটিং করেছে ভারত। স্মৃতি মান্দানাকে (৯) দ্রুতই ফেরাতে পেরেছে বাংলাদেশ। তবে অন্যদের সঙ্গে পেরে উঠেনি। মাঝের ওভারগুলোতে দ্রুত রান তুলেছেন সফরকারীরা। তবে শেষ দিকে অবশ্য ভারতীয়দের লাগাম টেনে ধরতে পেরছিল বাংলাদেশ। শেষ পাঁচ ওভারে ৩৫ রানের বেশি তুলতে পারেনি ভারত।

বিজ্ঞাপন

ভারতের তিন ক্রিকেটার ত্রিশের ঘর পার করেছে। সর্বোচ্চ ৩৬ রান করেছেন যস্তিকা ভাটিয়া। ওপেনার শেফালি ভার্মা ২২ লে ৩১ ও চারে নেমে অধিনায়ক হারমানপ্রিত কৌর ২২ বলে ৩০ রান করেছেন।

২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছে ভারত। বাংলাদেশের হয়ে লেগস্পিনার রাবেয়া ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৩ ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট নিয়েছেন মারুফা আক্তার।

সারাবাংলা/এসএইচএস

নিগার সুলতানা জ্যোতি বাংলাদেশ নারী ক্রিকেট দল বাংলাদেশ-ভারত সিরিজ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর