Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখোমুখি মেরিনার্স-আবাহনী, জয় পেলো ওয়ারী ও সোনালী ব্যাংক


২৮ মে ২০১৮ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকাঃ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার লিগে চলছে শীর্ষ দুইয়ে টিকে থাকার লড়াই। দুইয়ে থাকা মেরিনার্স আর আবাহনীর সামনে সুযোগ অবস্থান সুসংগঠিত করার। এদিকে নাটকীয়ভাবে হারিয়েছে ওয়ারী ক্লাব। বড় ব্যবধানে জয় পেয়েছে সোনালী ব্যাংকও।

সোমবার (২৭ মে) গুলিস্তানস্থ মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

দিনের প্রথম ম্যাচে সাধারণ বীমাকে ৪-৩ গোল ব্যবধানে হারিয়েছে ওয়ারী ক্লাব। ওয়ারীর হয়ে সমীর রায় করেছেন দুটি গোল। একটি করে গোল পান মুকিতুল ও অভয়। সাধারণ বীমার পক্ষে গোল করেছেন আব্দুল্লাহ আল মনসুর, জাহিদ বিন তালিব ও যোগা সিং।

বিজ্ঞাপন

দ্বিতীয় খেলায় সোনালী ব্যাংক ১৩-১ গোলে ওয়ান্ডারার্সকে হারায়।

এদিকে টুর্নামেন্টের এ পর্যন্ত সবচেয়ে বড় জয়টি পেয়েছে সোনালী ব্যাংক। ওয়ান্ডারার্সকে ১৩-১ গোল ব্যবধানে হারিয়েছে দলটি। সোনালী ব্যাংকের পক্ষে তিনটি হ্যাটট্রিক হয়েছে। হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেছেন রাজীব দাস। ৪ গোল দ্বীন ইসলাম ইমন ও তিন গোল প্রসেনজিৎ রায়ের। একটি গোল পেয়েছে ফজলে হোসেন। ওয়ান্ডারার্সের একমাত্র গোলদাতা প্রশান্ত রায়।

মঙ্গলবার (২৮ মে) দুপুর ২ টায় পুলিশ ক্লাবে মুখোমুখি হবে বাংলাদেশ এসসি। চারটায় ঢাকা আবাহনীর বিপক্ষে দিনের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ থাকছে মেরিনার ইয়াংস ক্লাব।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর