Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারিয়াসকে হত্যার হুমকি, পুলিশি তদন্ত শুরু


২৯ মে ২০১৮ ১২:১৭

।। সারাবাংলা ডেস্ক ।।

ফুটবলে গোলরক্ষকের ভুল, এ আবার নতুন কি? কিন্তু ভুলের মাশুল যদি হয় মেরে ফেলার হুমকি, তবে সেটা অবশ্যই ভয় পাওয়ার মতো বিষয়। শনিবার (২৬ মে) রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে হারতে হয়েছে লিভারপুলকে। বলা হয়েছে লিভারপুল গোলরক্ষক কারিয়াসের ভুলেই দুটি গোল হয়েছিল সেদিন। ম্যাচ শেষে ক্ষমা চাওয়ার পরও তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অনেকেই। আর এ কারণে শুরু হয়েছে পুলিশি তদন্ত।

বিজ্ঞাপন

কারিয়াসের ভুলের কারণে ম্যাচের ৫১ ও ৮৩ মিনিটে দুটি সহজ গোল পেয়েছিল রিয়াল মাদ্রিদ। ২৪ বছর বয়সী জার্মান এই গোলরক্ষক হয়তো ভাবেননি, ম্যাচের পর এমন হুমকির সামনে দাঁড়াতে হবে তাকে। পরিবারকে নিয়েও হুমকি পেতে হয়েছে তাকে। লিভারপুল কোচ ইয়ুর্গান ক্লপ অবশ্য তার পাশে থাকার কথা বলেছেন। তবে মার্সেসাইড পুলিশ জানিয়েছে, এমন হত্যার হুমকি তারা সহজভাবে নিচ্ছে না, এ নিয়ে জোর তদন্ত চালাবে তারা। পুলিশি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে অপরাধের তদন্ত করা হবে। নজরে আসা মন্তব্যগুলো তদন্ত করেই হুমকি দেয়া লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

অথচ ম্যাচ শেষে লিভারপুলের অন্য খেলোয়াড়দের চেয়ে হয়তো বেশি কষ্টে ভুগতে হয়েছে কারিয়াসকে। মাঠেই তো চোখের জলে ভাসিয়েছেন লিভারপুল গোলরক্ষক। এরপর রোববার (২৭ মে) সামাজিক যোগযোগমাধ্যম টুইটারে এক টুইট করে জানিয়েছিলেন নিজের অনুভূতি, ‘আমি এখনো ঘুমাতে পারিনি… মুহুর্তগুলো বারবার আমার মাথায় আসছে… আমার সতীর্থদের কাছে দুঃখ প্রকাশ করছি, ভক্ত এবং স্টাফদের কাছেও দুঃখ প্রকাশ করছি। আমি বুঝতে পেরেছি যে ম্যাচে আমার দুটি ভুল আছে এবং আপনাদেরকে ছোট করেছি…’

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর