Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐতিহাসিক ম্যাচের আফগান স্কোয়াড


২৯ মে ২০১৮ ১৫:৪৭

সারাবাংলা ডেস্ক ।।

টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্য আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসে সাদা পোশাকে অভিষেক ম্যাচে মুখোমুখি হবে ভারতের। বেঙ্গালুরুতে আগামী ১৪ জুন টিম ইন্ডিয়ার বিপক্ষে নিজেদের ঐতিহাসিক ম্যাচ খেলবে আফগানরা। একমাত্র টেস্টটিকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান।

আসগর স্তানিকজাইয়ের নেতৃত্বে প্রথম টেস্টটি খেলবে আফগানরা। গত বছর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে অভিষেক টেস্ট খেলার অপেক্ষায় দেশটি। এবার অপেক্ষার পালা শেষ, নামতে হচ্ছে টেস্টের এক নম্বর দলের বিপক্ষে।

মোহাম্মদ নবী আর রশিদ খান এরই মধ্যে ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন। আইপিএলের সদ্য শেষ হওয়া আসরে এই দুই ক্রিকেটার ছিলেন সাকিবদের দল সানরাইজার্স হায়দ্রাবাদে। রশিদ-নবীকে ছাড়াই ভারতের মাটিতে অনুশীলন শুরু করে আফগানরা। অনুশীলন ক্যাম্পে হাঁটুতে চোট পাওয়ায় দলের অভিজ্ঞ পেসার দৌলত জাদরান ছিটকে গেছেন।

দলে নতুন মুখ ১৮ বছর বয়সী পেসার ওয়াফাদার মোমান্দ, সৈয়দ শেরজাদ এবং ইয়ামিন আহমাদজাই।

আফগানদের টেস্ট স্কোয়াড: আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, জাভেদ আহমাদি, ইহসানুল্লাহ জান্নাত, রহমাত শাহ, নাসির জামাল, হাসমতুল্লাহ শাহিদী, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, জহির খান, হামজা হোতাক, ওয়াফাদার মোমান্দ, সৈয়দ আহমাদ শেরজাদ, ইয়ামিন আহমাদজাই এবং মুজির উর রহমান।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর