Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ ক্রিকেটারকে নিয়ে এইচপি ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
২০ মে ২০২৪ ২০:৫১

লম্বা বিরতির কাটিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স স্কোয়াডের (এইচপি) অনুশীলন ক্যাম্প। ২৫ জন ক্রিকেটারকে নিয়ে ক্যাম্প শুরু হয়েছে সোমবার, চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

আজ সোমবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ক্রিকেটীয় স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা, খাদ্যাভাস, গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, প্লেয়িং কন্ডিশন, দুর্নীতি বিরোধী গাইডলাইনসহ আরও বিভিন্ন বিষয়ে শেখানো হবে ক্রিকেটারদের। ঢাকা, রাজশাহী ও বগুড়া, এই তিন জায়গা মিলে হবে ক্যাম্প।

বিজ্ঞাপন

আজ সোমবার মিরপুরে শুরু হয়েছে তাত্ত্বিক বিষয়ের কোর্স। মিরপুরে এই কোর্স চলবে ১৫ জুন পর্যন্ত।

২১ জুন থেকে ১৮ অগাস্ট পর্যন্ত বগুড়া ও রাজশাহীতে হবে ক্যাম্প। সেখানে ম্যাচ সিনারিও অনুশীলন, নিজেদের মধ্যে ভাগ হয়ে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। এরপর বাংলাদেশ ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলবে এইচপি দল।

এইচপিতে ডাক পাওয়া ক্রিকেটাররা:

ওপেনার: মাহফিজুর ইসলাম, আশিকুর রহমান শিবলি, জিসান আলম, হাবিবুর রহমান শিবলি, আব্দুল্লাহ আল মামুন, প্রান্তিক নওরোজ নাবিল, খালিদ হাসান।

মিডল অর্ডার ব্যাটার: আরিফুল ইসলাম, এসএম মেহরুব হাসান, আইচ মোল্লাহ, আহরার আমিন, শিহাব জেমস, অমিত হাসান, প্রীতম কুমার।

অলরাউন্ডার: মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন

স্পিনার: রাকিবুল হাসান, ওয়াসি সিদ্দিকি, মেহেদী হাসান, নাঈম হোসেন সাকিব।

পেসার: রুয়েল মিয়া, রিপন মণ্ডল, আশিকুর জামান, রোহানাত দৌল্লা বর্ষণ।

সারাবাংলা/এসএইচএস

এইচপি টিম বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর