Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারের পর শান্ত— আশা করি পরের ম্যাচে ঘুরে দাঁড়াব

স্পোর্টস করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ১২:৫৩

কদিন পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ এই সময়ে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হারল বাংলাদেশ! টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে এর আগে যে দলটা শুধুমাত্র আয়ারল্যান্ডকে হারাতে পেরেছে সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাল ৫ উইকেটে হারল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের না হয়েছে ব্যাটিং, না বোলিং।

যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে টেনেটুনে ১৫৩ রান ‍তুলতে পেরেছে বাংলাদেশ। পরে ৫ উইকেট আর ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে ক্রিকেটে নবাগত যুক্তরাষ্ট্র। বাংলাদেশের এমন হার নিয়ে সমালোচনা চলছে সর্বোত্র। এদিকে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বরাবরের মতো একই কথাই বললেন, পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা।

যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে এতো কম রান তোলা কতটা মানানসই এমন প্রশ্নে নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘(ব্যাটিং নিয়ে) দুশ্চিন্তার কিছু নেই কারণ প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে। আমরা সবাই জানি যে টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব সমান। ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে। হ্যাঁ এই জায়গায় আমরা অনেকদিন ধরে কাজ করছি। আশা করব যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারবে সবাই। অবশ্যই ইনটেন্ট নিয়েই চেষ্টা করে প্রত্যেকটা ব্যাটার। পরের ম্যাচে যখন ব্যাট করব চাই না ১১ বলে ১৫-২০ রান করতে। চাইব এর থেকে বেশি বল খেলতে, বেশি রান করতে।’

অভিজ্ঞ তামিম ইকবাল ক্রিকেটে অনিয়মিত হওয়ার পর থেকেই বাংলাদেশের টপ অর্ডার ভুগছে। গত ম্যাচেও টপ অর্ডার ভুগেছে। দুই ওপেনার লিটন দাস, সৌম্য সরকার একদমই পারফর্ম করতে পারেননি। তিনে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হয়েছেন। ১১ বলে মাত্র ৩ রান করে আউট হয়েছেন।

তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফর্ম করেছেন। সেই তানজিদকে রেখে ওপেনিং পজিশন কেন সাজানো হলো?

এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘না, ওকে (তানজিদ) ড্রপ দেওয়া হয়নি। আমার মনে হয় আমাদের যে ৩ ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে–ফিরিয়ে খেলানোর প্ল্যান ছিল। কারণ সৌম্য (সরকার) অনেকদিন ধরে চোটে ছিল, ম্যাচ খেলেনি, তাই এটা করা হয়েছে।’

ওপেনিংয়ে কাল বেশি হতাশ করেছেন লিটন দাস। অনেকদিন যাবত অফ ফর্মে থাকা লিটন ২ রানের মাথায় জীবন পেলেও শেষ পর্যন্ত আউট হয়েছেন ১৫ বলে ১৪ রান করে। শান্তর প্রত্যাশা অফ ফর্মে থাকা ক্রিকেটাররা ঘুরে দাঁড়াবেন বিশ্বকাপে, ‘হ্যাঁ সবসময়ই উন্নতির জায়গা থাকে। ব্যাটাররা নিজেদের দক্ষতা বাড়াতে কাজ করছে। আমি আশা করি এবারের বিশ্বকাপে তারা ঘুরে দাঁড়াবে।’

সারাবাংলা/এসএইচএস

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর