জিকোকে ছাড়াই বাংলাদেশের দল ঘোষণা
৩০ মে ২০২৪ ২০:০১
অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা। কাবরেরার দলে নেই গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এক বছর আগের সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক হয়েছিলেন বাংলাদেশি এই গোলরক্ষক। সেই জিকোর জায়গা হলো না স্কোয়াডে।
তার জায়গায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক সুজন হোসেইনকে দলে নিয়েছেন বাংলাদেশের কোচ। গোলরক্ষক ক্যাটাগরিতে আগে থেকেই ছিলেন- মিতুল মারমা ও মেহেদী হাসান শ্রাবণ।
সাফের পর থেকে জিকোর সময়টা খুব একটা ভালো কাটেওনি। বসুন্ধরা কিংসের হয়ে মালদ্বীপে এএফসি কাপের ম্যাচ খেলতে গিয়ে ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন। সেই ঝামেলার কারণে অক্টোবরে বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দলে ছিলেন না। মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচে স্কোয়াডে থাকলেও তাকে ম্যাচ খেলাননি কাবরেরা। এবার একাদশ থেকেই বাদ পরলেন।
চোট কাটিয়ে অনেকদিন পর দলে ফিরেছেন ডিফেন্ডার তারিক কাজী। চোট কাটিয়ে দলে আছেন ফরোয়ার্ড শেখ মোরসালিনও। এছাড়া দলে ফিরেছেন সুশান্ত ত্রিপুরা, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ ও মেহেদী হাসান।
দল নির্বাচন নিয়ে এক অডিও বার্তায় হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমার জন্য দল নির্বাচন করাটা বেশ কঠিনই ছিল এবার। খুব অল্প সময়ের মধ্যে দল নির্বাচন করতে হয়েছে। দলে চোট সমস্যা আছে। কয়েকজন কার্ডের কারণে খেলতে পারবে না। সবকিছু সমন্বয় করেই দল নির্বাচন করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ তারিখের ম্যাচটা আমাদের জন্য খুবই কঠিন। তবে লেবাননের বিপক্ষে যেহেতু দেশে ভালো করেছি, তাই ১১ তারিখ তাদের বিপক্ষে ম্যাচে ভালো খেলে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করতে চাই ভালোভাবে।’
৬ জুন কিংস অ্যারনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১১ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ কাতারের দোহায়। ১ জুন থেকে ক্যাম্প শুরু করবেন কাবরেরা।
বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেইন।
ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তারিক রহমান কাজী, রহমত মিয়া, ইসা ফয়সল, শাকিল হোসেইন, সাদ উদ্দিন, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা।
মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মুজিবুর রহমান জনি, চন্দন রায়, জামাল ভূঁইয়া, সৈয়দ শাহ কাজেম কিরমানি।
ফরওয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।
সারাবাংলা/এসএইচএস