Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের আট বোলারের বিপক্ষে ১৮২ রান তুলল ভারত

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুন ২০২৪ ২২:২২

বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটা গেছে বৃষ্টিতে ভেসে। আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বোলিংটা খুব একটা ভালো হলো না বাংলাদেশের। আগে ব্যাটিং করতে নেমে ১৮২ রান তুলেছে ভারতীয়রা।

প্রস্তুতি ম্যাচ বলে বেশি বোলারকে বোলিংয়ের সুযোগ করে দিতে চেয়েছেন বাংলাদেশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ ওভারের ম্যাচে বাংলাদেশের হয়ে বোলিং করেছেন আটজন। ভারতের হয়ে রিশভ পান্ত দুর্দান্ত একটা ফিফটি করেছেন। শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেছেন হার্দিক পান্ডিয়া।

শনিবার (১ জুন) নিউ ইয়র্কে মূল দলের মধ্যে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমদকে বিশ্রামে রেখে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাদের অনুপস্থিতিতে নতুন বলে ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। ভারতের হয়ে ওপেনিং করতে নামা সাঞ্জু স্যামসনকে শুরুতেই ফিরিয়েছেন শরিফুল।

তিনে নেমে রিশভ পন্ত ব্যাট হাতে তাণ্ডব চালাতে চেয়েছেন। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে অনেকদিন ক্রিকেটের বাইরে থাকা পন্ত গত আইপিএল দিয়ে ক্রিকেটে ফিরেই দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। সেই ফর্মটা বিশ্বকাপেও যে টেনে নিতে চান আজ ভালো করেই বুঝালেন।

অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে ফিফটির পরপরই স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। তার আগে মাত্র ৩২ বলে ৪টি করে চার-ছয়ে ৫৪ রান করেছেন। রোহিত শর্মা বড় রান পাননি। মাহমুদউল্লাহর বলে ফেরার আগে ১৯ বলে করেছেন ২৩ রান।

সূর্যকুমার যাদব ক্রিজে ছিলেন যতক্ষণ বেশ শাসন করেছেন বাংলাদেশি বোলারদের। তানভীর ইসলামের বলে ফেরার আগে ১৮ বলে ৪টি চারে করেছেন ৩১ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। ২৩ বলে ২টি চার ৪টি ছয়ে ৪০ রান করে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের চার বোলার একটা করে উইকেট নিয়েছেন- শরিফুল, মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম ও মাহেদি হাসান। হতাশ করেছেন সাকিব আল হাসান। চার ওভারে ৪৭ রান খরচ করেছেন সাকিব, উইকেটও পাননি।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর