Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচিংয়ে ফিরলেন মরিনহো, দায়িত্ব নিলেন ফেনেরবাচের

স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৪ ১৫:০৫

এএস রোমা থেকে বরখাস্ত হয়ে প্রায় চার মাস ফুটবলের বাইরে ছিলেন জোসে মোরিনহো। স্পেশাল ওয়ানকে আমন্ত্রণ জানাতে ফেনেরবাচের ঘরের মাঠ উলগার স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার সমর্থক। জোসের নাম ধরে উল্লাস করছিল আর গাইছিল তারা। পর্তুগিজ কোচ হাসিমুখে অনেকের সেলফির আবদার মেটালেন। বেশ ঘটা করেই নিজেদের নতুন কোচকে বরণ করে নিল তুরস্কের ক্লাবটি।

৬১ বছর বয়সী মোরিনহোকে রোববার আনুষ্ঠানিকভাবে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তুর্কি সুপার লিগের দলটি। তবে কতদিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কিংবা চুক্তির বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন

তুরস্কের শীর্ষ লিগে এই মৌসুমে দ্বিতীয় হয় ফেনেরবাচে। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি পেয়ে চ্যাম্পিয়ন হয় গালাতাসারে। ইসমাইল কার্তালের স্থলাভিষিক্ত হলেন মরিনহো। তুর্কি কোচ কার্তালের কোচিংয়ে এবার লিগে স্রেফ একটি ম্যাচ হারে দলটি। তবে ছয়টি ড্র করায় শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা।

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান, পোর্তোর সাবেক কোচ মরিনহোর চ্যালেঞ্জ হবে ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার ফেনেরবাচেকে লিগ শিরোপা জেতানো। মরিনহোর কোচিংয়ে ২০২১-২২ মৌসুমে ইউরোপের তৃতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা কনফারেন্স লিগ জেতে রোমা। ইউরোপিয়ান প্রতিযোগিতায় যা দলটির প্রথম শিরোপা।

পরের মৌসুমে তারা ইউরোপা লিগের ফাইনালে উঠলেও টাইব্রেকারে হেরে যায় সেভিয়ার কাছে। তবে, সিরি আ’তে দলের বাজে পারফরম্যান্সের কারণে গত জানুয়ারির মাঝামাঝি মোরিনহোকে বরখাস্ত করে রোমা। তখন ইতালির শীর্ষ লিগে নবম স্থানে ছিল তারা। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় ইতালির সাবেক ফুটবলার ড্যানিয়েল ডি রসিকে। ছয়ে থেকে লিগ শেষ করে ইউরোপা লিগে জায়গা করে নেয় রোমা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

জোসে মোরিনহো তুরস্কের ফুটবল ফেনেরবাচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর