Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শুরুটা ভালো হলে বিশ্বকাপে অনেকদূর যাবে বাংলাদেশ’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ১৫:২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন করবে বাংলাদেশ? এই প্রশ্নে সমর্থকরা অনেকটাই সন্দিহান। বিশ্বকাপের আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পারফরম্যান্স যে একেবারেই নাজুক। বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা সবচেয়ে নাজুক। বিশ্বকাপ শুরুর কদিন আগেই যুক্তরাষ্ট্রের মতো নবাগত দলের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ! তবে মনোবল হারাচ্ছেন না অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন, শুরুটা ভালো করতে পারলে এবারের বিশ্বকাপে অনেকদূর যাবে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে নিয়মিত স্কোয়াডে থাকা ক্রিকেটারদের ভিডিও অভিব্যক্তি প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ কথা বলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাবেক এই টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘ব্যক্তিগত লক্ষ্য নিয়ে চিন্তা করি না। দলের লক্ষ্য যদি অর্জন হয় ওটাতেই খুশি। টি-টোয়েন্টি ক্রিকেট বলা যায় না, যেকোনো কিছু হতে পারে। আমাদের যেমন প্রস্তুতি দেখা যাক…সব কিছু নির্ভর করছি কীভাবে আমরা শুরু করছি। শুরুটা ভালো হলে অনেক দূর যাব।’

বিজ্ঞাপন

বিশ্বকাপে এবার ‘ডি’ গ্রুপে আছে বাংলাদেশ। পাঁচ দলের গ্রুপ থেকে সেরা দুই দল যাবে পরের রাউন্ডে। এই গ্রুপে যেহেতু দক্ষিণ আফ্রিকা ‍ও শ্রীলংকার মতো দল আছে ফলে পরের রাউন্ড যাওয়ার কাজটা কঠিনই। তাছাড়া নেদারল্যান্ডসের মতো দলও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

মাহমুদউল্লাহ ভক্তদের বললেন সমর্থন দিতে, ‘সুযোগ সব সময়ই থাকে, চেষ্টার আমাদের কমতি থাকে না। ইনশাল্লাহ এবার ভালো করব। ট্রফি জিনিসটা এটা ভাগ্যেরও সহায়তা লাগে। আমরা কয়েকটা মেগা ইভেন্টে কাছে গিয়েছিলাম। সমর্থন করেন, যতখানি পারি করব।’

সারাবাংলা/এসএইচএস

বিজ্ঞাপন

সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩০

আরো

সম্পর্কিত খবর