Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাপোলির কোচ হয়ে ফিরলেন কন্তে

স্পোর্টস ডেস্ক
৫ জুন ২০২৪ ২০:৪৬

২০২৩ সালে টটেনহাম হটস্পার্সের দায়িত্ব ছাড়ার পর গোটা এক বছর বিশ্রামে কাটিয়েছেন ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কন্তে। বিশ্রাম শেষে এবার ফিরছেন কোচিংয়ে। ইতালিয়ান ক্লাব নাপোলির সঙ্গে তিন বছরের চুক্তি সেরে ফেলেছেন এই কোচ। আর আগামী মৌসুমের শুরু থেকেই তাই আবারও ডাগ আউটে দেখা যাবে তাকে। এক বছরের মধ্যে পঞ্চম কোচ হিসেবে নাপোলির ডাগআউটে দাঁড়াবেন কন্তে।

ইতালিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতালিয়ান এই কোচকে মৌসুমে ৬ মিলিয়ন ইউরো বেতন পাবেন নাপোলি থেকে। নাপোলির কোচ হওয়ার প্রতিক্রিয়ায় কন্তে বলেন, ‘বৈশ্বিকভাবে নাপোলি গুরুত্বপূর্ণ একটি স্থান। এই ক্লাবের ডাগআউটে বসার সুযোগ পেয়ে আমি আনন্দিত ও রোমাঞ্চিত। আমি নিশ্চিতভাবে একটি প্রতিজ্ঞা করতে পারি, দল ও ক্লাবের উন্নতির জন্য আমি সর্বোচ্চটুকু উজাড় করে দেব।’

বিজ্ঞাপন

এক বছরের ভেতরে চার চারটি কোচ পরিবর্তন করেছে নাপোলি। তাই তো কোচ বদলের সংস্কৃতি অভ্যস্ত হয়ে পড়া নাপোলিতে কন্তে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবেন কি না, সে প্রশ্নও তুলেছেন অনেকে। ২০২৩ সালের ৩০ জুন দলকে তিন দশক পর শিরোপা এনে দেওয়া কোচ লুসিয়ানো স্পালেত্তি নাপোলি ছেড়ে যান। এরপর গত এক বছরে নাপোলির ডাগআউট থেকে বিদায় নিয়েছেন আরও তিন কোচ।

নাপোলিকে দীর্ঘদিন পরে সিরি আ’র শিরোপা এনে দেওয়া স্পালেত্তির জায়গায় ২০২৩/২৪ মৌসুমের শুরুতেই আসেন রুডি গার্সিয়া। প্রথম ১২ ম্যাচে মাত্র ২১ পয়েন্ট পাওয়ায় জায়গা হারান তিই। গার্সিয়ার জায়গায় নাপোলির কোচ হন ওয়াল্টার মাজ্জারি। তবে তিন মাসের বেশি স্থায়ী হতে পারেননি তিনিও। পারফরম্যান্সের দিক থেকে তার অবস্থা ছিল গার্সিয়ার চেয়েও শোচনীয়। প্রথম ১২ ম্যাচে তিনি দলকে এনে দেন মাত্র ১৫ পয়েন্ট।

বিজ্ঞাপন

এরপর দায়িত্ব হারাতে হয় মাজ্জারিকেও। মৌসুমের শেষ দিকে এসে ফ্রান্সিসকো কালজোনা থাকেন ডাগ আউটে। এরপর স্থায়ীভাবে এলেন কন্তে। ইতালি ও ইংল্যান্ডে লিগ জেতা কন্তে সর্বশেষ কোচ হিসেবে দায়িত্ব পালন করেন টটেনহামে। গত বছরের মার্চে স্পার্সদের কোচের পদ থেকে ছাঁটাই হন ৫৪ বছর বয়সী এই কোচ। এরপর তার একাধিক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যায়। যদিও শেষ পর্যন্ত কোনো গুঞ্জনই সত্যি হয়নি। শেষ পর্যন্ত নাপোলির দায়িত্ব নিয়ে আবার ডাগআউটে ফিরছেন কন্তে।

সারাবাংলা/এসএস

অ্যান্টোনিও কন্তে ইতালিয়ান কোচ নাপোলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর