Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ভারতের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৪ ২৩:৫৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারতের শুরুটা হলো দাপুটেই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিল রোহিত শর্মার দল।

আগে বোলিং করতে নেমে দাপুটে বোলিংয়ে আইরিশদের ৯৬ রানেই গুটিয়ে দিয়েছিল ভারত। পরে রোহিত শর্মা ও রিশষ পান্তের ব্যাটে জিততে বেগই পেতে হয়নি ভারতকে। শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় পেয়েছে ভারত।

বুধবার (৫ ‍জুন) নিউ ইয়র্কে ভারতের ব্যাটিংয়ে অবশ্য একটু খুঁত থেকেই গেল। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন বিরাট কোহলি। যাকে নিয়ে এতো আলোচনা সেই কোহলি আজ আয়ারল্যান্ডের বিপক্ষে রান পেলেন না। টপ অ্যাজ হয়ে ক্যাচ আউট হওয়ার আগে ৫ বলে করেছেন ১ রান।

তবে তারপর রোহিত শর্মা ও রিশাভ পান্তের দ্বিতীয় উইকেট জুটিটা ভারতের জয় সহজ করে দিয়েছে। দ্বিতীয় উইকেটে ৫৪ রান তুলেছেন দুজন। ৩৭ বলে ৫২ রান করা রোহিত শর্মা রিটার্ড হার্ড হয়ে ফিরলে এই জুটি ভাঙে। রোহিত চার হাঁকিয়েছেন ৪টি, ছক্কা ৩টি। চারে নামা সূর্যকুমার যাদব রান করতে পেরেছেন মাত্র ২।

তবে রিশভ পন্ত অবিচলই ছিলেন। তিনে নামা রিশভ ২৬ বলে ৩টি চার ২টি ছয়ে অপরাজিত ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন। ১২.২ ওভারে জয়ের জন্য ৯৭ রান তুলে ফেলে ভারত।

ভারতের বোলিং তোপে লণ্ডভণ্ড আইরিশ ব্যাটিং লাইনআপ

এর আগে বোলিং ঝলক দেখিয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়ারা। টসে জিতে নিউইয়র্কের ড্রপ ইন পিচে অনুমেয়ভাবেই বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত। শুরু থেকেই ভারতের পেসের সামনে অসহায় লাগছিল আয়ারল্যান্ড ব্যাটারদের। তৃতীয় ওভারে প্রথম আঘাত হানেন আরশদীপ সিং। ২ রান করা পল স্টার্লনিংকে ফেরান তিনি। সেই শুরু। এরপর আইরিশ ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ৯ রানে দ্বিতীয় উইকেট হারায় আইরিশরা।

আরশদীপের সাথে দুর্দান্ত বোলিংয়ে আইরিশ টপ ও মিডল অর্ডার ভেঙে দেন হার্দিক পান্ডিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে থিতু হতে পারেনি কোন জুটিই।  ৫০ রানের মাঝে ৮ উইকেট হারিয়ে তখন রীতিমত কাঁপছিল আয়ারল্যান্ড। এর কিছু সময়ের মাঝেই অলআউট হয়ে যাওয়ার শঙ্কায় ছিল আয়ারল্যান্ড।

তবে ৯ম উইকেটে আইরিশ সমর্থকদের কিছুটা আনন্দ এনে দেন গ্যারেথ ডেলানি ও জশুয়া লিটল জুটি। চার-ছক্কায় দলের স্কোর বেশ এগিয়ে নেন তারা। ২ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৬ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ডেলানি, লিটল করেছেন ১৪ রান। শেষ পর্যন্ত ৯৬ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ইনিংসের মাত্র ৪ জন ব্যাটার ছুঁয়েছেন চার অংক।

ভারতের হয়ে সেরা বোলার পান্ডিয়া, ২৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন আরশদীপ ও বুমরাহ।

সারাবাংলা/এসএইচএস


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর