Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোস্ট বাংলাদেশ, চ্যাম্পিয়নদের সামনে দুই চ্যালেঞ্জ


৩০ মে ২০১৮ ১৯:৩০

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: কিছুখন আগেই মেয়েদের বড় দুটি টুর্নামেন্টের ড্র হয়ে গেলো কুয়ালালামপুরে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান ভবনে। দুটি বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হচ্ছে মারিয়া-কৃষ্ণাদের। একটি অনূর্ধ¦-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ২০১৯ ও আরেকটি অনূর্ধ¦-১৯।

দুটিই গ্রুপ পর্বের বাছাইপর্ব। গতবারের মতো এবার অনূর্ধ¦-১৬ তে হোস্ট হওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। গেল বছরে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েই মূল পর্বে গিয়েছিল কৃষ্ণারা।

বিজ্ঞাপন

এবার ২৭ দল নিয়ে অনূর্ধ¦-১৬ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পড়েছে এফ গ্রুপে। তুলনামূলক কঠিন গ্রুপই বলা যায়। আরব আমিরাত, বাহরাইন, লেবানন ও ভিয়েতনামকে আতিথ্য দিবে বাংলাদেশ। বাছাইপর্বের প্রথম রাউন্ড চলতি বছরের সেপ্টেম্বরের ১৫ থেকে ২৩ তারিখের মধ্যে হবে। দ্বিতীয় রাউন্ড হবে পরের বছর ২৩ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত।

গেল বছরের দুই কোরিয়া ও জাপান সরাসরি খেলবে চূড়ান্ত পর্বে।

অন্যদিকে এশিয়ার ৩০ দল নিয়ে অনূর্ধ¦-১৯ চ্যাম্পিয়নশিপে দুইবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার গ্রুপে পড়েছে বাংলাদেশ। ডি গ্রুপে বাকী দুই দল ২০০২ সালের রানার আপ দল চাইনিজ তাইপে ও তাজিকিস্তান। তাজিকিস্তানের আতিথ্য পাচ্ছে বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম পর্ব শুরু হবে ২০ থেকে ২৮ অক্টোবর। দ্বিতীয় রাউন্ড হবে পরের বছর এপ্রিলে।

দুটি টুর্নামেন্টই বলতে গেলে কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তবে অনূর্ধ¦-১৬ দেশের মাটিতে হওয়ার একটু সাকুল্য পাচ্ছে অবশ্য মারিয়ারা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর