অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে করে হারল বাংলাদেশ
৬ জুন ২০২৪ ১৮:০০
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে ৭-০ গোলের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তাই তো ঘরের মাঠে ম্যাচ হলেও বাংলাদেশের ছিল না আকাশকুসুম স্বপ্ন। তারপরেও ফিফা র্যাংকিংয়ে ১৬০ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে লড়াই করে ২-০ গোলে হেরেছে। মুখোমুখি লড়াইয়ে শেষ তিনটি ম্যাচে ৫-০, ৪-০ ও ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই তুলনায় আজ কিংস অ্যারেনাতে ভেজা মাঠে অস্ট্রেলিয়ার একের পর এক আক্রমণ ঠেকিয়ে হাভিয়ের কাবরেরার দল মাত্র দুই গোল হজম করেছে।
বৃহস্পতিবার কিংস অ্যারেনাতে নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে নেই। চোট কাটিয়ে শেখ মোরসালিন ও তারিক কাজী ফিরেছেন। ৫-৩-২ ছকে খেলে বাংলাদেশ ২৮ মিনিট পর্যন্ত অস্ট্রেলিয়ার মতো দলকে ঠেকিয়ে রেখেছিল। কিন্তু এরপরের মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে পিছিয়ে পড়ে। আর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কুসিনি ইয়েংগি।
এবারের বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের এটি চতুর্থ হার। একমাত্র পয়েন্ট পেয়েছে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করে।
হাইলাইন ডিফেন্স খেলে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক পরীক্ষা নিয়েছে সকারুরা। গতি কিংবা টেকনিকেও অনেক এগিয়ে। তাদের দীর্ঘদেহী খেলোয়াড়রা সেটপিস কিংবা আক্রমণ থেকে গোল করার চেষ্টা করেছে। তাদের গোলকিপার জো গাউচি যিনি কিনা অ্যাস্টন ভিলায় এমিলিয়ানো মার্টিনেজের ছায়া হয়ে থাকেন, আজ অনেক সময় জুড়ে ছিলেন হাফ লাইনের একটু পেছনে। নিজেদের হাফে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করেছেন তপু-মিতুলরা।
দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই ঘটতে পারত বিপদ। ফ্রি কিকে বক্সে বল পেয়েছিলেন জ্যাকসন ইরভিন। কিন্তু ডিফেন্ডাররা ঘিরে থাকায় শট নিতে পারেননি এই মিডফিল্ডার। সতীর্থের উদ্দেশে তার বাড়ানো পাস চলে যায় বাইরে। ম্যাচের ১২ মিনিটে রায়ান স্ট্রেইনের কর্নারে সতীর্থ খেলোয়াড়কে হেড করতে দেননি মিতুল মারমা। হাত উঁচিয়ে বিপদমুক্ত করে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। ১৭ মিনিটে ইরানকুন্ডার শট পোস্টের বাইরে দিয়ে যায়।
২৯ মিনিটে বাংলাদেশ পিছিয়ে পড়ে। নিজেদের ভুলে, আত্মঘাতী গোলে। কিছু বুঝে উঠার আগেই গোল! প্রায় ৩০ গজ দূর থেকে আজদিন রাসটিকের জোরালো শট ডিফেন্ডার মেহেদী হাসান মিঠু ডি বক্সের লাইনে থেকে পা দিয়ে ক্লিয়ার করতে পারেননি, বলের গতিপথ বদলে সোজা জড়িয়ে যায় জালে। গোলরক্ষক মিতুল মারমা বুঝতেই পারেননি মিঠুর পায়ে লেগে বলের গতি বদলে তার বিপরীত দিক দিয়ে জাল স্পর্শ করবে!
বিরতির আগে রাকিব হোসেন প্রতি আক্রমণে বল পেয়ে ভালো সুযোগ তৈরি করতে পারতেন। কিন্তু হয়নি।
বিরতি থেকে ফিরে আবারও অস্ট্রেলিয়ার আক্রমণ রুখতে ব্যস্ত থাকে বাংলাদেশের ডিফেন্স। ম্যাচের ৬২ মিনিটে আবারও গোলের দেখা পায় অস্ট্রেলিয়া। বাম দিক বাড়ানো বলে হেড করে বল জালে জড়ান ইয়াংগি। তার গোলে ব্যবধান দ্বিগুণ করে অস্ট্রেলিয়া। ৭১ মিনিটে আদাম টাগার্টের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে স্কোরলাইন বাড়েনি। অস্ট্রেলিয়া ওই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে।
গ্রুপে অস্ট্রেলিয়া ৫ ম্যাচের সবকটিতেই জিতে শীর্ষেই থাকলো। সমান ম্যাচে আগের এক পয়েন্ট নিয়ে রইলো বাংলাদেশ। ১১ জুন কাতারের দোহাতে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ লেবানন।
সারাবাংলা/এসএস
ফিফা বিশ্বকাপ ২০২৬ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ বাছাইপর্ব