Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়ারল্যান্ডকে চমকে দিয়ে বিশ্বকাপে কানাডার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০২৪ ০০:১২ | আপডেট: ৮ জুন ২০২৪ ০১:৪৭

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছে কানাডা। আর প্রথমবারেই চমক দেখিয়েছে উত্তর আমেরিকার দেশটি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছিল তারা। তীরে এসেও শেষ পর্যন্ত অ্যারন জোন্সের অতিমানবীয় ইনিংসে হারতে হয়েছিল তাদের। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল কানাডা। খাতা কলমে যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী দল আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিল কানাডা।

বিজ্ঞাপন

শুক্রবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়েছে কানাডা। প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান করে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি আইরিশরা।

১৩৮ রানের লক্ষ্যে নেমে শুরুটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। পাওয়ার প্লের শেষ ওভারে ২৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। পল স্টার্লিং ৯ রানে ফেরেন। তারপর একে একে মাঠ ছাড়েন আরও পাঁচ ব্যাটার। ১৩তম ওভারে ৫৯ রানেই নেই তাদের ৬ উইকেট।

জয় তখন কানাডার জন্য সময়ের ব্যাপার। কিন্তু জর্জ ডকরেল ও মার্ক অ্যাডায়ার শক্ত হাতে হাল ধরেন। দুজনে বল বুঝে বাউন্ডারি বের করেছেন, আবার সিঙ্গেল-ডাবলস নিয়ে ব্যবধান কমাতে থাকেন। ম্যাচ তখন আইরিশদের নিয়ন্ত্রণে। শেষ তিন ওভারে লাগে ৩৬ রান। কিন্তু ১৮তম ওভারে ডিলন হেইলিগার মাত্র ৮ রান দিলে ফের চাপে পড়ে আইরিশরা। শেষের আগের ওভারে কালিম সানাকে দুটি চার মেরে অ্যাডায়ার ১১ রান তুলতে অবদান রাখলেও শেষ ওভারে ১৭ রানের কঠিন লক্ষ্য দাঁড়ায়।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন আট নম্বরে নামা অ্যাডাইর। ২৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। ২৩ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ রানে অপরাজিত থাকেন ডকরেল। অ্যান্ডি বিলবার্নির ব্যাট থেকে আসে ১৭ রান। কানাডার পক্ষে ২টি করে উইকেট পান গর্ডন ও ডিলন হেইলাইগার।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি কানাডার। দলীয় ১২ রানেই নাভনিত ঢালিওয়ালের বিদায়ে ভাঙে ওপেনিং জুটি। ৫৩ রানের মধ্যে অ্যারন জনসন, পরগত সিং ও দিলপ্রিত বাজওয়াকেও হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভাকে নিয়ে দলের হাল ধরেন নিকলাস কির্টন। পঞ্চম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় কানাডা।

বিজ্ঞাপন

৩৫ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন কির্টন। নিজের ইনিংসটি সাজান ৩টি চার ও ২টি ছক্কায়। ৩৬ বলে ৩টি চারের সাহায্যে ৩৭ রান করেন মোভা। পরগত করেন ১৮ রান। আয়ারল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট পান ক্রেইগ ইয়ং ও ব্যারি ম্যাককার্থি।

সারাবাংলা/এসএস

কানাডা বনাম আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর