Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকাও আত্মবিশ্বাসী টাইগারদের হারাতে

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০২৪ ০২:০৩ | আপডেট: ৮ জুন ২০২৪ ০২:০৭

শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মাঠে নামছে টাইগাররা। আর প্রথম ম্যাচেই প্রতিপক্ষ শ্রীলংকা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের লংকানদের হারিয়ে আসর শুরু করতে মরিয়া টাইগাররা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরতে আত্মবিশ্বাসী শ্রীলংকাও।

নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় লংকানরা। এরপর বড় ব্যবধানে ম্যাচ হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সে হিসেবে মানসিকভাবে কিছুটা হলেও পিছিয়ে থাকার কথা লংকানদের। এমন হারের পর স্বভাবতই বেশি চাপে থাকার কথা। কিন্তু তা অস্বীকার করলেন লংকান ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি।

বিজ্ঞাপন

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কান্দাম্বি বলেন, ‘সত্যি বলতে অতটা চাপে নেই আমরা। কারণ আমি মনে করি, আমরা সাম্প্রতিক অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলেছি। তাই এই ম্যাচ ঘিরে সেই আত্মবিশ্বাস ও মোমেন্টাম কাজ করছে আমাদের মধ্যে। আমার মনে হয় ছেলেরা জানে, কাল কী করতে হবে। আমরা তাদের (বাংলাদেশ) শক্তির জায়গা একইসঙ্গে দুর্বলতাও বিশ্লেষণ করেছি। সাম্প্রতিক অতীতে একে অপরের বিরুদ্ধে আরও বেশি খেলেছি আমরা। তাই ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী।’

সাম্প্রতিক অতীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই কেবল আর একটি সাধারণ ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নেই। সময়ের সঙ্গে সঙ্গে সেই লড়াইয়ের ঝাঁজ বেড়েছে, বেড়েছে বিতর্কও। গত ওয়ানডে বিশ্বকাপের কথাই ধরা যাক। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে করা টাইমড আউট নিয়ে ঝড়ই বয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্বে।

গত মার্চে অনুষ্ঠিত দুই দলের দ্বিপাক্ষিক সিরিজেও কাটেনি এর রেশ। সেবার বাংলাদেশ সফরে এসে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল শ্রীলংকা। এর মধ্য থেকেই বিশ্বকাপে টাইগারদের হারানোর আত্মবিশ্বাস খুঁজে নিচ্ছে তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর