Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাটারদের দোষ মাথা পেতে নিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০২৪ ১২:৫৬

শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু বাংলাদেশের। প্রথম ম্যাচ জিতে শুরুটা জয় দিয়ে করল টাইগাররা। তবে তাদের পারফরম্যান্স কপালে দুশ্চিনার রেখা তুলে দেওয়ার মতোই। শ্রীলংকাকে মাত্র ১২৪ রানে আটকে দিয়েও জয় তুলতে নাভিশ্বাস উঠে গেছে বাংলাদেশের ব্যাটারদের। আর ম্যাচ শেষে তাই তো অকপটে ব্যাটারদের দায় মাথা পেতে নিলেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত।

বল হাতে টাইগার বোলাররা ছিলেন দুর্দান্ত। রিশাদ আর মোস্তাফিজুরের বোলিংয়ে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় লংকানরা। তবে মামুলি এই লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরুতেই চাপে বাংলাদেশ। ২৮ রানেই দুই ওপেনারসহ বাংলাদেশ অধিনায়ক ফেরেন সাজঘরে। সেখান থেকে লিটন-হৃদয়ের ৬৩ রানের জুটিতে স্বস্তি আসে টাইগার শিবিরে। তবে তাদের জুটি ভাঙতেই আবারও চাপে পড়ে যায় লাল-সবুজের দল। ৯১ রানে ৪ উইকেট থেকে ১১৩ রানে ৮ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে সাকিবরা। শেষ পর্যন্ত টাইগারদের ত্রাতা হয়ে আসেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগারবাহিনী।

বিজ্ঞাপন

ম্যাচশেষে অকপটে ব্যাটিং ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন উইকেটে আমাদের সহজেই ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি।’

তবে এমন বাজে ব্যাটিং পারফরম্যান্সের পরেও টাইগার দলপতির কণ্ঠে কিছুটা স্বস্তির আভাস মিলেছে লিটন দাসের ফর্মে ফেরার ইঙ্গিতে। শান্ত সে বিষয়ে বলেন, ‘লিটন কয়েকটা সিরিজ ধরেই স্ট্রাগল করছিল কিন্তু আজ ও নিজের স্কিল দেখিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

ব্যাট হাতে বাংলাদেশের জয়ের নায়ক তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন তিনি। আর তার এই ব্যাটিংয়ে ঘুরে গেছে বাংলাদেশের ম্যাচ। শান্ত বলেছেন, ‘খুবই সাহসী ইনিংস খেলেছে হৃদয়। ওর ইনিংসটাই আমাদের জেতাতে সাহায্য করেছে।’

গ্রুপ পর্বে আগামী ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে বাংলাদেশ। এরপর ১৩ জুন নেদারল্যান্ডস ও ১৭ জুন খেলবে নেপালের বিপক্ষে।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নামজুম হোসেন শান্ত বাংলাদেশ বনাম শ্রীলংকা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর