ম্যাচ সেরা রিশাদ বললেন— ভয় নিয়ে বোলিং করি না
৮ জুন ২০২৪ ১৩:১৮
বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের আক্ষেপ ছিল একজন বিশ্বমানের লেগ স্পিনারের। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে শুরু করেছে। বাংলাদেশ দলে সুযোগ পাওয়ার পর থেকে দারুণ পারফরম্যান্স দেখিয়ে আসছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। অভিষেক ম্যাচেই ম্যাচসেরার পুরস্কার জিতে রিশাদ জানালেন, নার্ভাস থাকলেও তিনি ভয় নিয়ে বোলিং করেন না।
আগে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৭৪ রান তুলে ফেলে লংকানরা। এরপর ১৪তম ওভার শেষে তাদের পুঁজি দাঁড়ায় ১০০ রানে। সে সময় বড় সংগ্রহের আভাসই দিচ্ছিল লংকানরা। তবে দৃশ্যপট বদলে যায় রিশাদের তৃতীয় ওভারেই। প্রথম দুই বলে আসালাংকা ও হাসারাঙ্গাকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিশাদ। আসালাংকা উড়িয়ে মারতে গিয়ে সাকিবের হাতে ক্যাচ দিয়েছেন ১৯ রান করে। পরের বলেই দারুণ এক ডেলিভারিতে হাসারাঙ্গা ক্যাচ দিয়েছেন স্লিপে। পরপর দুই ম্যাচে ডাক মারলেন লংকান অধিনায়ক।
নিজের চতুর্থ ওভারের প্রথম বলে ডি সিলভাকেও প্যাভিলিয়নে ফেরান রিশাদ। ২১ রান করা ডি সিল্ভা এগিয়ে এসে মারতে হিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হয়েছেন। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন রিশাদ। এটি টি-২০তে রিশাদের ক্যারিয়ার সেরা বোলিং। রিশাদের সাথে তিন উইকেট পেয়েছেন মোস্তাফিজও। ১৭ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তিনিই।
ম্যাচসেরার পুরস্কার পাওয়ার পর নিজের পারফরম্যান্স নিয়ে কথা বলেন রিশাদ। তিনি বলেন, ‘ভালো লাগছে, বিশ্বকাপের প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। চেষ্টা করছি যে দুই-চারটা বল করার পর এই উইকেটে কী হতে পারে।’
প্রথমবার বোলিং করতে নেমে নার্ভাস ছিলেন কি না—এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেছেন, ‘আমি ভয় নিয়ে বোলিং করি না। চেষ্টা করেছি, বোলিংয়ে এলে যেন দলকে উইকেট এনে দিতে পারি। উইকেট এনে দিলে খেলার মোড় পরিবর্তন হবে।’
দুর্দান্ত বোলিংয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিতে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বাধ্য করেছিলেন রিশাদ। সেই উইকেটকেই তার সেরা উইকেট বলে জানিয়েছেন এই লেগ স্পিনার। সঙ্গে এটাও জানিয়েছেন যে ম্যাচ জেতায় হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ নেই। রিশাদ বলেছেন, ‘স্লিপে যেটা ক্যাচ হয়েছে বেশি আনন্দ দিয়েছে। কোনো কিছু নিয়ে আক্ষেপ না করাই ভালো।’
বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলতে নেমেই এমন পুরস্কারের আনন্দ দ্বিগুণ হয়েছে বাংলাদেশ ম্যাচ জেতায়। তাই আজকের দিনটা উপভোগ করেই কাটাতে চান রিশাদ। ২১ বছর বয়সী লেগ স্পিনার বলেছেন, ‘আজকের দিনটা এনজয় করি, তারপর দেখা যাবে ইনশা আল্লাহ।’
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচ সেরা রিশাদ হোসেন