Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসের সেরা পারফরম্যান্স কিউইদের হারানো— রশিদ খান

স্পোর্টস ডেস্ক
৮ জুন ২০২৪ ১৩:৩৮

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে হারিয়েছে। আর দ্বিতীয় ম্যাচে এসে শক্তিশালী নিউজিল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে রশিদ খান বলেছিলেন, একটু শান্ত থাকলে যেকোনো দলকে হারাতে পারে আফগানিস্তান। যুক্তরাষ্ট্র বিশ্বকাপে নিজের কথার প্রমাণ রেখেছেন রশিদ খান।

নিউজিল্যান্ডকে কেবল হারায়নি, রীতিমত বিধ্বস্ত করেছে আফগানরা। আর এই বিধ্বংসী পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রশিদ খান। ম্যাচ শেষে দারুণ এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করে রশিদ বলেছেন, এটি টি–টোয়েন্টি ইতিহাসে নিজেদের সেরা পারফরম্যান্সগুলোর একটি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রহমানুল্লাহ গুরবাজের ৫৬ বলে ৮০ রানের ইনিংসে ৬ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ফজলহক ফারুকি ও অধনিয়াক রশিদ ৪ উইকেট করে নিয়ে ধসিয়ে দেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। এ দিন মাত্র ৭৫ রানে গুটিয়ে যায় কেইন উইলিয়ামসনের দল। এ নিয়ে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে এক শর নিচেই গুটিয়ে দিল আফগান বোলাররা। নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে ৮৫ রানে অলআউট করে দিয়েছিল আফগানরা।

এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর রশিদ বলেন, ‘টি–টোয়েন্টি ক্রিকেটে এটা আমাদের সেরা পারফরম্যান্সগুলোর একটি। দারুণ দলীয় প্রচেষ্টা। উইকেট মোটেই সহজ ছিল না। ইব্রাহিম এবং গুরবাজ দারুণভাবে শুরু করেছিল। ৭–১০ ওভারের মধ্যে তারা নিজেদের উইকেট ছুড়ে আসেনি। আফগানিস্তানের জন্য দারুণ একটি জয়। এই দলের নেতৃত্ব দেওয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জেতাটা সম্মানের ব্যাপার।’

বিজ্ঞাপন

বোলিংই যে নিজেদের সবচেয়ে বড় শক্তি সেটা মনে করিয়ে দিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘আমাদের যে বোলিং ইউনিট আছে, যদি আমরা তার সঠিক ব্যবহার করতে পারি, তবে প্রতিপক্ষের জন্য ১৬০ রান করা কঠিন হবে। এটা এমন কিছু, যা আমাদের সবাইকে শক্তি দিয়েছে। এটা শুরু হয়েছে ব্যাটিং দিয়ে। আমরা নিজেদের শতভাগ উজাড় করে দিয়েছি, হারা কিংবা জেতা কোনো ব্যাপার না। আমরা এভাবেই প্রস্তুতি নিয়েছি।’

অন্যদিকে ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসন। সেই সঙ্গে অভিনন্দন জানিয়েছেন আফগানিস্তানকেও। কেইন বলেন, ‘আফগানিস্তানকে অভিনন্দন। তারা সব দিক থেকেই আমাদের উড়িয়ে দিয়েছে। এ ধরনের কঠিন উইকেটে তারা উইকেট হাতে রেখেছে এবং দারুণভাবে ব্যাটিং করেছে। আমাদের দিক থেকে মোটেই যথেষ্ট ছিল না।’

এই হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন কিউই অধিনায়ক। কেইন আরও বলেন, ‘দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে পরের চ্যালেঞ্জের জন্য মনোযোগ দিতে হবে। ছেলেরা মনোযোগী আছে এবং এ ম্যাচের আমরা কঠিন পরিশ্রম করেছিলাম, তবে এটা আমাদের সেরা পারফরম্যান্স ছিল না। আমরা ম্যাচটা নিয়ে কথা বলব, পর্যালোচনা করব এবং সামনের দিকে তাকাব।’

সারাবাংলা/এসএস

আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ রশিদ খান

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর