Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ০৩:১৭

আগে ব্যাট করে ২০১ রানের বড় স্কোর গড়েছিল অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ইংল্যান্ডের ওপেনিং জুটিটা দুর্দান্ত হলো বটে, তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুইশ রানের স্কোর পেরিয়ে যেতে পারেননি ইংলিশরা। ওপেনিং জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি তুলতে পারেনি ইংল্যান্ড।

যাতে বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ৩৬ রানের দাপুটে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল অস্ট্রেলিয়া। যাতে সুপার এইটের রাস্তাটা আরও পোক্ত হলো অজিদের। অপর দিকে দুই ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট এখন ১। স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেলে ১ পয়েন্ট পেয়েছিলেন ইংলিশরা।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টিতে এখন দুইশ রানের সংগ্রহ হরহামেশাই দেখা যায়। কদিন আগে আইপিএলেও নিয়মিত দুইশ রান ‍তুলছিল দলগুলো, আবার সেটা চেজও হচ্ছিল। তবে যুক্তরাষ্ট্রের ‘সমালোচিত’ পিচে বিশ্বকাপে দুইশ’র দেখা মিলছিল না। দুর্দান্ত অস্ট্রেলিয়া সেই আক্ষেপ ঘুচাল আজ। অবশ্য যুক্তরাষ্ট্রের পিচে নয়, অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম দুইশ করেছে ওয়েস্ট ইন্ডিজে। এতো বড় স্কোর পেরুতে পারেনি ইংল্যান্ড।

রোববার (৯ জুন) ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাইনে ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। দুই ওপেনার ফিল সল্ট ও অধিনায়ক জস বাটলার ৭ ওভারে ৭৩ রান তোলেন। অষ্টম ওভারে অ্যাডাম জাম্পা আক্রমণে আসতেই ম্যাচের দৃশ্যাপট পাল্টাতে থাকে।

২৩ বলে ৪টি চার ২টি ছয়ে ৩৭ রান করা সল্টকে প্রথমে বোল্ড করেন জাম্পা। ২৮ বলে ৫টি চার ২টি ছয়ে ৪২ রান করা জস বাটলারকে পরের ওভারে প্যাট কামিন্সের ক্যাচ বানিয়েছেন জাম্পা। দুই ওপেনারকে হারিয়ে পরে আর মোমেন্টাম খুঁজে পায়নি ইংল্যান্ড।

মাঝের ওভারগুলোতে মঈন আলী চেষ্টা করছিলেন। গ্লেন ম্যাক্সওয়েলকে এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে উত্তেজনাও বাড়িয়েছিলেন। তবে শেষ পর্যন্ত টেনে নিতে পারেননি। ১৫ বলে ২৫ রান করে ফেরেন মঈন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানে থেমেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

অস্ট্রেলিয়া বড় স্কোর পেলেও আজিদের হয়ে আজ চল্লিশের ঘরে স্কোর নিতে পারেননি কেউই। তবে ত্রিশোর্ধ্ব রান করেছেন  চারজন। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। বিশ্বকাপে এখন পর্যন্ত সব ম্যাচেই আগে ব্যাটিং করা দল সুবিধা পাচ্ছে। ইংল্যান্ডও হয়তো সেই আশাতেই বোলিং নিয়েছিল। কিন্তু বাটলারের সেই ইচ্ছা পূরণ হয়নি।

ওপেনিং জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ৫ ওভারে ৭০ রান তোলেন দুজন। চার বলের ব্যবধানে দুজনই ফিরেছেন ত্রিশের ঘরে। ওয়ার্নার মাত্র ১৬ বল খেলে ২টি চার ৪টি ছক্কায় ৩৯ রান করে আউট হয়েছেন। হেড ১৮ বলে ২টি চার ৩টি ছয়ে ৩৪ রানে আউট হয়েছেন।

গ্লেন ম্যাক্সওয়েল বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হলেও অধিনায়ক মিশেল মার্শ ও মার্কাস স্ট্যায়নিস মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছেন। ২৫ বলে ৩৫ রান করার পথে ২টি করে চার-ছয় হাঁকিয়েছেন মিশেল মার্শ। স্ট্যায়নিস ১৭ বলে ৩০ রান করতেও দুটি করে চার-ছয় মেরেছেন।

শেষ দিকে ম্যাথু ওয়েড ১০ বলে ১৭ রান তুলে অস্ট্রেলিয়াকে দুইশর ওপারে নিয়েছেন। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রানে থামে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান দুই উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর