Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৪ ২১:১৬ | আপডেট: ৯ জুন ২০২৪ ২১:১৭

ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াইয়ে বাঁধ সাধল বেরসিক আবহাওয়া! বৃষ্টি হানা দিয়েছে ক্রিকেটে আলোচিত এই ম্যাচে। যাতে বন্ধ রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি।

রোববার (৯ জুন) নিউ ইয়র্কে মুখোমুখি হয়েছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সকাল সকাল বৃষ্টি হয়েছে নিউ ইয়র্কের আকাশে। ফলে আধাঘণ্টা পিছিয়ে যায় ম্যাচটি।

বাংলাদেশ সময় সাড়ে ৮টার পরিবর্তে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল ৯টায়। টসও হয়েছে ৮টার পরিবর্তে আড়ে ৮টায়। কিন্তু বৃষ্টির পর আবারও বৃষ্টি নামে। দুই দফা বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি এখনো।

উল্লেখ্য, বৃষ্টির আগে টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এক পবির্তন নিয়ে আজ একাদশ সাজিয়েছে পাকিস্তান। ফর্ম হারিয়ে ফেলা আজম খানের পরিবর্তে একাদশে ডাকা হয়েছে ইমাদ ওয়াসিমকে। অপর দিকে ভারত খেলতে নেমেছে অপরিবর্তীত একাদশ নিয়ে।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিদ শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ আমির।

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর