ভিনিসিয়াসকে বর্ণবাদী আচরণ করা ভ্যালেন্সিয়ার তিন সমর্থক জেলে
১০ জুন ২০২৪ ২০:৫৭
রিয়াল মাদ্রিদের প্রাণভমরা হয়ে ওঠা ভিনিসিয়াস জুনিয়র এখন প্রতিপখের চক্ষুশুল হয়েছেন। প্রতিপক্ষের সমর্থকরা প্রায়শ্চই তাকে দুয়ো দিয়ে থাকেন তবে ভ্যালেন্সিয়ার সমর্থকরা ছাড়িয়ে গিয়েছিল সবকিছুর মাত্রা। তারা কেবল ভিনিসিয়াসকে দুয়ো দিয়েই থামেনি, এই ব্রাজিলিয়ানকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করেছে। একারণেই ভ্যালেন্সিয়ার তিন দর্শককে আট মাসের জেল দেওয়া হয়েছে। সেই সঙ্গে দর্শকদের দুই বছরের জন্য স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে এবং ওই তিন দর্শকের ক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে।
২০২৩ সালের ২১ মে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার স্টেডীয়ামে মাস্তেয়াতে খেলতে যায় রিয়াল। ওই ম্যাচে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করে কিছু সমর্থক। এরপরেই তা নিয়ে ক্ষিপ্ত হয় সাধারণ ফুটবল সমর্থকরা। ম্যাচ শেষে রেফারির নিকট অভিযোগ করে রিয়াল মাদ্রিদ। তারপরেই নেওয়া হয় পদক্ষেপ। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় বর্ণবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এটাই প্রথম ঘটনা। লা লিগা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘বর্ণবাদের বিপক্ষে যুদ্ধে ভালো খরব বলছে।’
লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস বলেছেন, ‘স্পেনে বর্ণবাদের বিপক্ষে এটা বেশ ভালো খবর। এ ঘটনা সেই ব্যক্তিদের কাছে স্পষ্ট একটি বার্তা পাঠাবে, যারা ফুটবল স্টেডিয়ামে খেলোয়াড়দের সাথে অপব্যবহার করতে যায়। এমন ঘটনা ঘটলে লা লিগা তাদের চিহ্নিত করবে, তাদের বিপক্ষে রিপোর্ট করবে এবং তাদের ভাগ্যে ফৌজদারি আইনে পদক্ষেপ অপেক্ষা করছে। এটি দেখায় যে স্পেন এমন একটি দেশ যেখানে বিচারিক অখণ্ডতার নিশ্চয়তা দেয়।’
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র স্পেনে প্রচুর বর্ণবাদের সম্মুখীন হচ্ছিলেন। সম্প্রতি সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, বর্ণবাদ তাকে ফুটবল মাঠে নামার আগ্রহ কমিয়ে দেয়।
সারাবাংলা/এসএস
জেল বর্ণবাদী আচারণের শিকার ভিনিসিয়াস জুনিয়র ভ্যালেন্সিয়া সমর্থক