Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ পর্যন্ত চোট ছিটকে দিল ডি ইয়ংকে

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪ ১৬:২৪

বার্সেলোনার হয়ে মৌসুমের শেষভাগে চোটে পড়েছিলেন ফ্র্যাঙ্কি ডি ইয়ং। শুরুর দিকে ইউরোতে খেলার আশা বেঁচে থাকলেও সময়ের সঙ্গে তা ফিক হতে শুরু করে। আর শেষ পর্যন্ত ইউরো শুরুর মাত্র দিন কয়েক আগে ছিটকে গেলেন নেদারল্যান্ডস দল থেকে।

ইউরোর আগে নিজেদের শেষ ম্যাচে সোমবার রাতে ৪-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। তবে এমন প্রস্তুতি সারার পরেও দল পারছে না আনন্দে ভাসতে। ইউরোর আগে যে দলের অন্যতম সেরা সদস্যকে ছিটকে যেতে হলো।

বিজ্ঞাপন

গোড়ালির চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে। এক প্রকার ছিটকেই গিয়েছিলেন ইউরো থেকে তবুও অভাবনীয় কিছুর আশায় তাকে প্রাথমিকভাবে দলে রেখেছিলেন ডাচ কোচ রোনাল্ড কোম্যান। কিন্তু সেই আশা পূরণ হয়নি। সোমবার চিকিৎসকরা জানান, যথা সময়ে বার্সেলোনা মিডফিল্ডারের সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই। তার বদলি হিসেবে চেলসির ডিফেন্ডার ইয়ান ম্যাটসেনকে দলে নিয়েছে ডাচরা।

এক সপ্তাহ একা অনুশীলন করার পর রোববার প্রথমবারের মতো দলীয় অনুশীলনের চেষ্টা করেন ডি ইয়ং। ম্যাচ খেলার মতো পর্যায়ে যেতে আরও অনেক দিন অপেক্ষা করতে হবে তাকে।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে ডি ইয়ংয়ের ছিটকে যাওয়ার খবর প্রকাশ করা হয়। কোচ কোম্যান জানান, এর কয়েক ঘণ্টা আগেই এটি জেনে খেলোয়াড়দের জানিয়েছিলেন তিনি।

‘পরীক্ষায় দেখা গেছে, সে এখনও ওই কাজগুলো করতে পারে না, যেগুলো তার করতে পারা উচিত। প্রতিবার অনুশীলনের পর তার অ্যাঙ্কেলে সমস্যা হয়। এতে এই উপসংহারে পৌঁছানো যায় যে, আগামী তিন সপ্তাহে সে শতভাগ ফিট থাকবে না। আমি আগে থেকেই বুঝেছিলাম (ডি গ্রুপের প্রথম ম্যাচে) পোল্যান্ডের বিপক্ষে তার খেলা কঠিন হবে।’

বিজ্ঞাপন

ইউরো থেকে ছিটকে যাওয়ার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ২৬ বছর বয়সী ডি ইয়ং।

ডি ইয়ং বলেন, ‘ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে থাকতে না পারায় আমি বিষণ্ন ও হতাশ। আমাদের পক্ষে যা করা সম্ভব, সবই আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে করেছি। দুর্ভাগ্যজনকভাবে আমার অ্যাঙ্কেলের আরও সময় প্রয়োজন। কোনো টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা, কমলা জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া এবং পুরো দেশের সমর্থন অনুভব করা স্বপ্ন ও সর্বোচ্চ সম্মানের। কিন্তু এখন, আর সব অরেঞ্জ আর্মির মতো পার্শ্বরেখা থেকে দলের জন্য উল্লাস করব। এগিয়ে যাও ছেলেরা।’

ডি ইয়ংকে হারানোর পর বার্সেলোনার ওপর ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান কোম্যান। তার এই চোটের জন্য বার্সাকে দায়ি করছে ডাচ কোচ। তিনি বলেন, ‘বার্সেলোনা ফ্র্যাঙ্কির ব্যাপারে ঝুঁকি নিয়েছে এখন আমরা এর ধাক্কা সইছি।’

পুনরায় পুনর্বাসনের জন্য বার্সেলোনায় ফিরেছেন ডি ইয়ং। আগামী রোববার পোল্যান্ডের বিপক্ষে ইউরোয় নিজেদের প্রথম ম্যাচ খেলবে ডাচরা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ফ্রান্স ও অস্ট্রিয়া।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ চোটে নেদারল্যান্ডস ফ্র্যাঙ্কি ডি ইয়ং রোনাল্ড কোম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর