সমালোচনায় ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন ব্রুনো
১১ জুন ২০২৪ ১৭:০৮
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পর্তুগাল। তবে এরপরেই যেন ছন্দ হারিয়ে ফেলেছে তারা। ইউরোর মূল পর্বের আগে দুটি প্রীতি ম্যাচের দুটিতেই হেরেছে পর্তুগাল। আর তা নিয়েই সমর্থকরা সমালোচনায় মেতেছেন। এই সমালোচনায় অবশ্য ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন ব্রুনো ফার্নান্দেজ।
২০২৪ ইউরোর বাছাইপর্বে খেলা ১০টি ম্যাচে সবকটিতে জিতে গ্রুপ সেরা হয় পর্তুগাল। মূল পর্বে লড়াইয়ে নামার আগে কিছুটা অধারাবাহিক হয়ে পড়েছে দলটি। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নামার আগে প্রস্তুতিটা তেমন ভালো হচ্ছে না তাদের। গত মার্চে শক্তিতে পিছিয়ে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরে যায় পর্তুগাল। গত সপ্তাহে আরেকটি প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের হার ২-১ গোলে। এরপর থেকেই দলটিকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
এমন সমালোচনার পর সাংবাদিকদের ব্রুনো ফার্নান্দেজ বলেন, তাদের নিয়ে চলমান এই সমালোচনায় ভালো করার অনুপ্রেরণা খুঁজে পাচ্ছেন তিনি। ‘আমি চাই না কেউ চিন্তা করুক, আমরা এই পর্যায়ে এসেছি এটা ভেবে যে, সবকিছু করা হয়ে গেছে এবং উন্নতির আর কিছু নেই। সব সময় উন্নতির জায়গা থাকে। দল এখন আর আগের মতো ভালো না, আমরা যা চাই দল সেই পর্যায়ে নে’; সত্যি বলতে, জাতীয় দলকে নিয়ে এসব নেতিবাচক ভাবনা আমার কিছুটা ভালো লাগে।’
তিনি আরও বলেন, ‘আমি এটা পছন্দ করি, কারণ এটা একটা ইঙ্গিত যে মানুষ আমাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এবং জাতীয় দলের কাছ থেকে আরও বেশি কিছু চায়। এর অর্থ, আমরা যারা দেশের প্রতিনিধিত্ব করছি, তাদের আরও বেশি কিছু করার সামর্থ্য রয়েছে। আমরা এটা জানি, আমাদের উচ্চাকাঙ্ক্ষা আছে এবং আমরা আরও ভালো করতে চাই।’
জার্মানিতে আগামী শুক্রবার পর্দা উঠবে এবারের ইউরোর। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতাটির শিরোপার
সারাবাংলা/এসএস