র্যাংকিংয়ে শীর্ষ থেকে পাঁচে নেমে গেলেন সাকিব
১২ জুন ২০২৪ ১৮:২৬
ক্রিকেট মাঠে সাকিব আল হাসানের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। বিশ্বকাপে বাংলাদেশি অলরাউন্ডারের পারফরম্যান্স রীতিমতো নাজুক। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ৪ ওভার বোলিং করে উইকেটশূন্য। ব্যাট হাতে দুই ম্যাচে রান করেছেন মাত্র ১২। এমন পারফরম্যান্সের প্রভাব পড়ল আইসিসি র্যাংকিংয়েও।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে থেকে এক লাফে পাঁচ নম্বরে নেমে গেছেন সাকিব। সাকিবের ওপরে উঠে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি, অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, শ্রীলংকার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
বিশ্বকাপের আগে অলরাউন্ডার ক্যাটাগরিতে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। গত দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে সাকিব ১৫ রেটিং হারিয়েছেন। যাতে এক থেকে পাঁচে নেমে গেছেন বাংলাদেশি অলরাউন্ডার। সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ২০৮।
গত পাঁচ বছরে এই প্রথম র্যাংকিংয়ের পাঁচে নেমে গেলেন সাকিব। এর আগে ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর সর্বশেষ র্যাংকিংয়ের পাঁচে ছিলেন তিনি।
সাকিবের পতনের দিনে বড় লাফ দিয়েছেন তাওহিদ হৃদয় ও মোস্তাফিজুর রহমান। বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে ২০ বলে ৪০ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে ৩৭ রান করা তাওহিদ হৃদয় ৩২ ধাপ এগিয়ে ব্যাটিংয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন।
মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এগিয়েছেন ১০ ধাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ ওভারে ১৮ রান খরচায় উইকেটশূন্য থাকলেও শ্রীলংকার বিপক্ষে ১৭ রানে ৩ উইকেট তুলে নিয়েছিলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসার এখন ১৩ নম্বরে অবস্থানে।
তাসকিন আহমেদ ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৯তম অবস্থানে। লেগস্পিনার রিশাদ হোসেন ২৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৩০ নম্বরে।
সারাবাংলা/এসএইচএস