Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিব ফিরে আসবেন, বিশ্বাস তামিমের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ১৭:৫৮

সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা সর্বত্র। কারণ মাঠের ক্রিকেটে একদমই বিবর্ণ সময় কাটছে বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারের। বিশ্বকাপে দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছেন একটা, রান করেছেন মাত্র ১১। দুই ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। এর আগে যুক্তরাষ্টের বিপক্ষে সিরিজেও পারফর্ম করতে পারেননি তিনি। সব মিলিয়ে চলতি বছর তার ব্যাটিং গড় ১২-এর কম। তবে কি ফুরিয়ে আসছেন সাকিব? এমন আলোচনা তুলছেন কেউ কেউ।

বিজ্ঞাপন

তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলছেন, তার বিশ্বাস নিশ্চয় দুর্দান্তভাবে ফিরে আসবেন সাকিব। সাকিব আগেও এমন কঠিন সময় থেকে ফিরে এসেছেন, উল্লেখ করেছেন তামিম।

আজ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে ক্রিকেট ভিত্তিক ওয়েব সাইট ক্রিকইনফোর ম্যাচ বিশ্লেষণে ছিলেন তামিম। সাকিব প্রসঙ্গে বলেছেন, ‘সে এরকম সময় আগেও তার ক্যারিয়ারে দেখেছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমি মোটামুটি নিশ্চিত সে খারাপ সময় থেকে ভালোভাবে বেরিয়ে আসবে। সে বাংলাদেশের জন্য খুব বড় ক্রিকেটার এবং অনেক ভালো জিনিষ করেছে। অনেক অর্জন করেছে ব্যক্তিগতভাবে। শেষ এক বছরে সে অত বেশি রান করতে পারেনি। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে তার ওপর যে সে ব্যাটে-বলে অবদান রাখার উপায় বের করে নিবে।’

বাংলাদেশের ড্রেসিং রুমেও সাকিবের ফর্ম নিয়ে দুশ্চিন্তা নেই। সাকিব ভালোভাবে ফিরে আসতে জানেন, বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের। নেদারল্যান্ডস ম্যাচের আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন এই কথা।

শান্ত বলেন, ‌’সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়। এটা নিয়ে আমরা কেউ কথা বলতেই চাই না। আমরা জানি বছরের পর বছর তিনি কেমন পারফরম্যান্স করেছেন। মানুষ কী প্রত্যাশা করছেন, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ তিনি কত (বেশি) আশা করছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন। বলব না যে তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থাতেই আছেন।’

চোখের সমস্যার কারণে সাকিবের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে কিনা এমন প্রশ্নে শান্ত বলেছেন, ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং, বোলিং বলেন, সবকিছুতেই স্বস্তিতে আছেন। শুধু একটা দুইটা ইনিংস, এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। তো এটা নিয়ে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে আমি অনুভব করছি না। আমি ওটাও জানি যে সে নিজেও চাপ অনুভব করছে না। কারণ অনেক অভিজ্ঞতা এবং খুব ভালোভাবেই কামব্যাক করবে আমার মনে হয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর