Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের সর্বকালের সেরা ১১


৩১ মে ২০১৮ ১৩:০৫ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:৩৮

সারাবাংলা ডেস্ক ।।

যুগে যুগে বিশ্ব ফুটবলকে ব্রাজিলের শাসন করার নেপথ্যে রয়েছে তাদের ফুটবল তারকাদের উত্থান। যাদের ফুটবল মেধার কথা এখনো স্মরণ করে ফুটবল প্রেমীরা। সাম্বার দেশের সর্বকালের সেরা ১১ ব্রাজিল গ্রেটদের নিয়ে নিজের পছন্দের সেরা একাদশ নির্বাচন করলেন সাবেক তারকা কাফু।

তিনবার বিশ্বকাপে খেলে দুইবারই শিরোপা জেতা কাফু তার সেরা একাদশে গোলকিপার হিসেবে রেখেছেন জাতীয় দলের হয়ে ১০১ ম্যাচ খেলা টাফারেলকে, যিনি বর্তমানে ব্রাজিলের গোলকিপার কোচ। দুই সেন্টারব্যাক হিসেবে রেখেছেন লুসিও এবং আলিদায়ারকে। রাইটব্যাকে ১৯৭০ এর লিজেন্ড কার্লোস আলবার্তোকে রেখে লেফটব্যাকে রেখেছেন ফ্রিকিক স্পেশালিষ্ট রিয়ালের আইকন রবার্তো কার্লোসকে।

কাফু তার মাঝমাঠের দায়িত্ব দিয়েছেন ফ্যালকাওকে। জিকো-রিভালদো-রিভেলিনোকে রেখেছেন ফ্যালকাওয়ের সামনে। মিডফিল্ড নির্বাচন নিয়ে কাফু জানান, এটা ছিল সবচেয়ে কঠিন কাজ। জিকো-ফ্যালকাওরা কখনো বিশ্বকাপ জিততে না পারলেও তাদের গ্রেটদের কাতারেই রাখতে হবে। রিভালদো জিনিয়াস ফুটবলার, এ বিষয়ে কারো সন্দেহ নেই। ফ্যালকাও-জিকো-রিভালদোদের মতোই আরেক ব্রাজিল গ্রেট রিভেলিনো।

কাফুর সর্বকালের সেরা একাদশের আক্রমণভাগে রয়েছেন পেলে এবং রোনালদো। নিজের দলের ফরোয়ার্ডদের নিয়ে কাফু জানান, এটা খুবই সহজ আক্রমণভাগে কাকে রাখা হবে। প্রথম জন (পেলে) তো ফুটবল ইতিহাসেরই সেরা, তার সম্পর্কে কি আমার কিছু বলার দরকার আছে? তার রয়েছে ১ হাজার গোল করার ইতিহাস। তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে, আর কিছু বলতে চাই না। পেলে শুধুই পেলে, আর কেউ কখনো তাকে টপকে যেতে পারবে না।

বিজ্ঞাপন

কাফু আরও যোগ করেন, পেলের সঙ্গী হিসেবে আক্রমণভাগে রেখেছি রোনালদোকে। দুই পায়েই যার ছিল অসাধারণ দক্ষতা, যাকে দেখে অন্যরা শিখবে। ইনজুরি নিয়েও সে দুর্দান্ত ছিল। ২০০২ বিশ্বকাপে রোনালদো ছিল আমাদের সেরা অস্ত্র, সে বিশ্বসেরা একজন ফুটবলার।

কাফুর সেরা একাদশ:
টাফারেল (গোলরক্ষক), লুসিও, আলিদায়ার, কার্লোস আলবার্তো, রবার্তো কার্লোস, ফ্যালকাও, জিকো, রিভালদো, রিভেলিনো, পেলে এবং রোনালদো।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর