Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোট নেই তবুও লাপোর্তকে খেলাবেন না স্পেন কোচ

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪ ১৫:২৩

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪’র যাত্রা শুরু হচ্ছে স্পেনের। আর এই ম্যাচের আগেই কোনো কারণ ছাড়াই স্পেনের সেন্টার ব্যাক এমিরিক লাপোর্তকে একাদশ থেকে ছেটে ফেলেছেন দলটির কোচ লুইস দে লা ফুয়েন্তে। ইউরোতে নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্প্যানিশ কোচ।

শনিবার (১৫ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করবে স্পেন। মুকুট ফিরে পাওয়ার মিশনে গ্রুপ পর্বে প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ শিরোপাধারী ইতালি ও আলবেনিয়া।

বিজ্ঞাপন

দলের অন্যতম প্রধান সেন্টার ব্যাক এমিরিক লাপোর্তকে নিয়ে ধোঁয়াশা রাখলেন স্প্যানিশ কোচ। ২৭ বছর বয়সী এই খেলোয়াড়কে নিয়ে এ মুহূর্তে ঝুঁকি নিতে চান না। ফুয়েন্তে বলেন, ‘এমেরিক লাপোর্ত কোনো চোটে পড়েনি, স্রেফ কিছু ইস্যু ছিল তার। আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকি নিব না। অর্থাৎ সে আগামীকাল খেলবে না।’

২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ও গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইটা ভীষণ কঠিন হবে বলে দলকে সতর্ক করলেন ৬২ বছয় বয়সী কোচ।

তিনি বলেন, ‘আগামীকাল আরেকটা শক্তিশালী দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। লড়াই সহজ হবে না। বিশ্বের কিছু সেরা খেলোয়াড়দের নিয়ে এটা খুবই সমানে সমান টুর্নামেন্ট; আমাদের আসলেই শীর্ষ পর্যায়ের পারফরম্যান্স করতে হবে এবং সবকিছু ঠিক রাখতে হবে।’

যদিও সেরা একাদশ সম্পর্কে কিছু বলেননি দে লা ফুয়েন্তে; তবে ১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও ২১ বছর বয়সী নিকো উইলিয়ামস-এই দুই উইঙ্গারে বরাবরই মুগ্ধ তিনি। এদিন স্পেন কোচ আলাদাভাবে ইয়ামালের প্রশংসা করে স্পেন কোচ বলেন, ‘সে তরুণ একটা ছেলে, তবে অবিশ্বাস্য মেধাবী, অনেকটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার। ম্যাচ পড়তে পারার দৃষ্টিকোণ থেকে তার মতো গুন খুব কম খেলোয়াড়েরই আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ এমেরিক লাপোর্তা স্পেন বনাম ক্রোয়েশিয়া স্প্যানিশ ডিফেন্ডার

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর