বাংলাদেশকে হুমকি দিয়ে রাখল নেপাল
১৬ জুন ২০২৪ ০০:০০
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারাতে শেষ বলে ২ রান লাগত নেপালের। কিন্তু সেই সমীকরণটা মিলাতে পারেননি নেপালের ব্যাটার গুলশান ঝা। স্নায়ুচাপে উল্টো রান আউট হয়েছেন। যাতে কাছে গিয়েও অবিস্মরণীয় জয়টা পায়নি নেপাল। তবে সেই ম্যাচে যে আত্মবিশ্বাস মিলেছে তা কাজে লাগাতে চায় বাংলাদেশের বিপক্ষে।
১৭ জুন বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে নেপাল। সেটা বাংলাদেশেরও গ্রুপ পর্বের শেষ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে বাংলাদেশকে হারিয়ে দিতে চায় নেপাল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নকআউট হতো নেপালের জন্য। বাংলাদেশকে হারাতে পারলেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার ইতিহাস গড়ত হিমালয়ের দেশটি। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলে হেরে সেই সুযোগ শেষ।
নেপাল অধিনায়ক রোহিত পাউডেল বলেন, ‘আমরা এই পরিস্থিতি (সুপার এইট নিয়ে) নিয়ে অবগত ছিলাম। আজ জিতলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা নক আউট হতো। এটা যেহেতু হয়নি, পরের ম্যাচ গর্বের জন্য খেলব। আমরা টেস্ট খেলুড়ে দেশকে হারাতে চাই। আজ হয়নি, আগামী ম্যাচে (বাংলাদেশের বিপক্ষে) সেটা করতে চাই। আজ যেই আত্মবিশ্বাস পেলাম সেটা ধরে রাখতে চাই।’
‘আমরা আজ যেভাবে খেলেছি এটা দেখিয়েছে আমরা এখানে কেন এসেছি। এটা আমাদেরকে বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে।’- যোগ করেছেন নেপাল অধিনায়ক।
জয় না পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নেপাল যেভাবে খেলেছে তাতে দলটির প্রসংশা ঝড়ছে অনেকের কণ্ঠে। নেপাল অধিনায়ক আর্জি করলেন, নিয়মিত বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ চান তারা।
রোহিত পাউডেল বলেন, ‘এই দল নিয়ে আমি অনেক গর্বিত। বিশেষ করে যেভাবে বোলিং ও ব্যাটিং করেছি তাতে গর্বিত। আমরা খুব কাছে গিয়েছিলাম, চাপের মুহূর্তেও ভালো করছিলাম, শেষে গিয়ে পারিনি। আমরা যদি নিয়মিত বড় মঞ্চে খেলার সুযোগ পাই তাহলে এসব ম্যাচ জিততে পারব।’
সারাবাংলা/এসএইচএস