ডাচদের উড়িয়ে বিশ্বকাপের ইতি টানল শ্রীলংকা
১৭ জুন ২০২৪ ১৭:২৬
দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে ফেলে। আর তাই তো শ্রীলংকা ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি হয়ে দাঁড়ায় কেবলই নিয়মরক্ষার। তবে দুই দলই নিজেদের শেষ ম্যাচ জিতে বিশ্বকাপের ইতি টানতে চায় তারা। তবে শেষ পর্যন্ত হাসি ফুটেছে লংকানদের মুখেই।
সেন্ট লুসিয়ায় নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে লংকানরা। আগে ব্যাট করে আগ্রাসী ব্যাটিংয়ে ২০১ রানের পুঁজি গড়ে তারা। জবাবে ৪ ওভারে ৪৫ থাকা অবস্থায় পথ হারিয়ে ১১৮ রানে গুটিয়ে যায় ডাচরা।
শ্রীলংকার বড় জয়ে অবদান বেশ কয়েকজনের। এদিন পাথুম নিশানকা না পারলেও ২৯ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন কুশল মেন্ডিস। তাকে ছাপিয়ে ২১ বলে ৪৬ রান করেন চারিথা আসালাঙ্কা। পাঁচে নেমে ২৬ বলে ৩৪ করে অবদান রাখেন ধনঞ্জয়া ডি সিলভা।
তবে শেষ দিকে দুইশো ছাড়ানোর কাজ করেছেন দুই সিনিয়র। অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৫ বলে করেন ৩১, মাত্র ৬ বলের উপস্থিতিতে ২০ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বিশাল পুঁজি তাড়ায় জেতার পাশাপাশি রানরেট বাড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামে নেদারল্যান্ডস। শুরুতেই চার-ছক্কায় সেই আভাস দিলেও আর পেরে উঠেনি। হয়ত বাংলাদেশের জয়ের খবরেও মনোবল হারিয়ে থাকতে পারে তারা। ১৭ তম ওভারেই মুড়ে যায় তাদের ইনিংস। লংকানদের মুড়ে ২৪ রানে ৩ উইকেট নিয়ে লংকানদের সেরা বোলার নুয়ান তুশারা।
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বিশ্বকাপ গ্রুপ পর্ব শ্রীলংকা বনাম নেদারল্যান্ডস