Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোটে পড়ে ইউরো শেষ টিয়েরনির

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪ ০০:৪৫

বুধবার (১৯ জুন) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয় স্কটল্যান্ড ও সুইজারল্যান্ড। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে হ্যামস্ট্রিংয়ে টান লাগে টিয়েরনির। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী এই ফুটবলার। সে সময় জানানো হয়েছিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চলতি আসরের বাকি অংশ থেকেই ছিটকে গেলেন স্কটল্যান্ডের এই ডিফেন্ডার।

বিজ্ঞাপন

চোটের কারণে ইউরোর ক্যাম্প ছেড়ে নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন টিয়েরনি। এ ব্যাপারটি নিশ্চিত করেছেন স্কটল্যান্ডের সহকারী কোচ জন কার্ভার।

তিনি বলেন, ‘সে দেশে ফিরছে, এরপর তার চোটের অবস্থা মূল্যায়ন করবে আর্সেনাল। এই মুহূর্তে আমি এটাই বলতে পারি। পরবর্তী অবস্থা তারাই জানাবে। সে অবশ্যই ভীষণ হতাশ। যদি আমরা উন্নতি করতে পারি এবং টুর্নামেন্টে এগিয়ে যেতে পারি, আমি নিশ্চিত যে সে আমাদের সমর্থন করার জন্য ফিরে আসবে।’

চোট পাওয়ার পর টিয়েরনির ব্যাপারে স্কটিশদের কোচ স্টিভেন ক্লার্ক বলেন, ‘চোট পেয়েছে, নিশ্চিতভাবেই পরের ম্যাচে খেলতে পারবে না।’

আগামী রোববার হাঙ্গেরির বিপক্ষে খেলবে স্কটল্যান্ড।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ কিয়েরন টিয়েরনি চোট স্কটল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর