Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ থেকে অবসর প্রসঙ্গে সাকিব বললেন, সময় হলেই জানবেন

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪ ০৩:১৭

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই নিজের ছায়া হয়ে আছেন সাকিব আল হাসান। কেউ কেউ তো শেষও দেখে ফেলছেন সাকিবের। তবে সাকিব কি ভাবছেন? ভারতের বিপক্ষে বড় হারে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় এক প্রকার নিশ্চিত বাংলাদেশের। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানালেন, সবকিছু সময় আর পরিস্থিতির ওপর ছেড়েছেন।

বয়সটা এখন ৩৭ বছর। খুব বেশি না হলেও ক্রিকেটে যে সাকিব নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন সেটা পরিস্কার তাই তো এবার থামার কথা ভাবতে হচ্ছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। কিন্তু কখন থামবেন? এটাই কি তার শেষ বিশ্বকাপ? এমন প্রশ্নের ব্যাপারে সাকিব বললেন, ‘শেষ কিনা জানি না।’

বিজ্ঞাপন

সাকিবের এই বিশ্বকাপ কাটছে না তেমন ভালো। একটি ম্যাচে রান পেলেও বাকি ম্যাচগুলোতে ছিলেন ব্যর্থ। একটা সময় যে সাকিবের হাত ধরে বড় বড় অনেক ম্যাচ জিতেছে বাংলাদেশ, তাকেই অনেকে দেখতে চাইছেন অবসরে।

সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডারের উত্তর, ‘শেষ বিশ্বকাপ কিনা জানি না। পৃথিবীতে যে কোনো সময় যে কোনো হওয়া সম্ভব। এটা আসলে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড। আমার নিজেরও ব্যক্তিগত কিছু সিদ্ধান্ত থাকতে পারে। তবে এগুলো এখনই আসলে এখানে আলোচনার বিষয় না। সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা হতে পারে।’

এর আগে সাকিব বলেছিলেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই শেষ হবে ক্রিকেট যাত্রা। এ ব্যাপারে সাকিব বলেন, ‘বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। যখন সময় হবে, সবাই সব জেনে যাবেন।’

তবে দলের প্রয়োজন হলে খেলা চালিয়ে যেতে চান তিনি। এ ব্যাপারে সাবেক অধিনায়ক বলেন, ‘সামনে অনেক বিরতি আছে। নিজের ওপর মনোযোগ দেওয়া যাবে। দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমিও সেভাবে ইচ্ছা আছে, সব ঠিকঠাক থাকলে এটা খেলার বিষয়।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের পর বেশ ব্যস্ত সূচি বাংলাদেশের। জুলাই-আগস্টে আফগানিস্তানের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এরপর আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট। সেপ্টেম্বর-অক্টোবরে ভার‍তের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সবগুলো দেশের বাইরে।

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ বনাম ভারত সাকিব আল হাসান

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর