Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রুপ পর্বের শেষ ম্যাচেও অনিশ্চিত এমবাপে

স্পোর্টস ডেস্ক
২৩ জুন ২০২৪ ২৩:২২

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে কোনো রকমে জয় পায় ফ্রান্স। ওই ম্যাচে অস্ট্রিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারায়। তবে ম্যাচে ফ্রান্স সবচেয়ে বড় ধাক্কা খায় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে চোটে পড়ায়। ডি বক্সের ভেতর হেড করতে গিয়ে নাক ভেঙে ফেলেন এমবাপে। চোটে পড়ে খেলতে পারেননি নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। এবার পোল্যান্ডের বিপক্ষে তাকে খেলবেন কি-না সে বিষয়ে নিশ্চিত নন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে পোল্যান্ড। আগের দুই ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ে দ্বিতীয় রাউন্ড অনেকটাই নিশ্চিত তাদের। তবে পোলিশদের বিপক্ষে হেরে গেলে বাদ পড়ে যেতেও পারে দলটি। তাই এই ম্যাচে এমবাপের না থাকা নিঃসন্দেহে বড় ধাক্কা ফরাসিদের জন্য।

এমবাপে খেলবেন কিনা এমন প্রশ্নে দেশম বলেন, ‘আপনারা দেখতে পাবেন, তবে সবকিছু সঠিক পথে এগোচ্ছে, সে আঘাত থেকে সেরে উঠছে, প্রতিদিন তার উন্নতি হচ্ছে এবং সে মাস্ক পরে খেলায় অভ্যস্ত হয়ে উঠছে। সে ভালো করছে।’

এদিকে অস্ট্রিয়া ম্যাচের পর দুইদিনের বিশ্রাম শেষেই অনুশীলনে ফিরে আসেন এমবাপে। এরমধ্যেই দুটি সেশনে মাস্ক পরে দলের সঙ্গে একত্রে অনুশীলনও করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষেই মাঠে ফিরবেন বলে প্রত্যাশা ছিল। তবে গোলশূন্য ড্রয়ের ম্যাচে বেঞ্চেই ছিলেন তিনি।

পোল্যান্ডের বিপক্ষে এমবাপেকে পাওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ে চুয়ামেনিও, ‘আমার মনে হয়, সে পরের ম্যাচটি খেলতে চায়। সে হয়তো মাস্ক ছাড়াই খেলতে চাইবে, কিন্তু চিকিৎসকরা তাকে সেই সুযোগ দিতে চাইবে না।’

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ ইনজুরি কিলিয়ান এমবাপে ফ্রান্স বনাম পোল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর