ব্রাজিলকে ভয় পাই না— কোস্টারিকার কোচ
২৪ জুন ২০২৪ ১৭:৩২
কোপা আমেরিকার এবারের আসরে অংশগ্রহণ করছে ১৬টি দল যার ভেতর আছে উত্তর আমেরিকার ৬টি দল অংশ নিয়েছে। যার মধ্যে কোস্টারিকা পড়েছে ব্রাজিলের গ্রুপে।নিজেদের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে খেলতে হচ্ছে কোস্টারিকাকে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে পেলেও ভয় পাচ্ছে না তারা। শুরুর ম্যাচেই সমানে সমান লড়াই হবে বলছেন দলটির কোচ গুস্তাভো আলফারো।
যদিও ব্রাজিলের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে কখনোই জয় পায়নি কোস্টারিকা। আগের পাঁচ দেখাতেই হেরেছে কনকাকাফ অঞ্চলের দলটি।
ব্রাজিল ম্যাচের আগে কোস্টারিকা কোচ বলেছেন,’ব্রাজিলের ঐতিহ্য ও এগিয়ে থাকা সম্মান করি কিন্তু ভয় করি না। আপনি যদি খেলতে ভয় পান তাহলে লড়াই করতে পারবেন না। এগিয়ে থাকা দলের বিপক্ষেও লড়াই করা যায়। প্রথমত প্রয়োজন বিন্যাস। এর পাশাপাশি কী করতে হবে তার ব্যাপারে স্পষ্টতা ও যথেষ্ট সংকল্পের প্রয়োজন হবে। সর্বোপরি প্রচুর দৌড়াতে হবে। যদি দুই জন ব্রাজিলিয়ান থাকে সেখানে তিন জন কোস্টারিকানের থাকতে হবে।’
খেলাটা ফুটবল বলেই জয়ের স্বপ্ন দেখছেন আলফারো,’ফুটবল এমন একটি খেলা যেটা শুরুর আগে জানতে পারবেন না কে জিতবে আর কে হারবে।’
সময়টা ভালো কাটছে না ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ে ছয় ম্যাচে জিতেছে চারটিতে। সবশেষ প্রীতি ম্যাচেও যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছে ড্র। তবে সেসব সময় পেরিয়ে গেছে ব্রাজিল বলছেন আলফারো,’আমার মনে হচ্ছে কাতার বিশ্বকাপের পর থেকে ধারাবাহিক নয় ব্রাজিল। তিতের বিদায়, সত্যিকার অর্থে প্রধান কোচ না রাখার ভুল পেরিয়ে এসেছে। এখন ব্রাজিল যা চায় তার একটা ঠিকঠাক বিন্যাস আছে। এখন তাদের কোচ দরিভাল জুনিয়র, যিনি একজন পরিষ্কার চিন্তার ব্যক্তি, যার প্রজেক্ট ও পরিকল্পনা আছে।’
মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচটি।
সারাবাংলা/এসএস