Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটকীয় ম্যাচে ডাচদের হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন অস্ট্রিয়া

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪ ০০:০০

প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হার দিয়েই শুরু হয়েছিল তাদের ইউরো মিশন। দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে বেঁচে ছিল পরের রাউন্ডের স্বপ্ন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না অস্ট্রিয়ার সামনে। নাটকীয় এক ম্যাচে ডাচদের ৩-২ গোলে হারিয়ে সেই ফ্রান্সকে টপকে ডি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল অস্ট্রিয়া।

ডাচদের বিপক্ষে শেষ ৭ দেখায় প্রতিবারই হেরেছিল অস্ট্রিয়া। ইউরোতেও তাদের বিপক্ষে রেকর্ডটা সুখকর নয় তাদের। তবে আজ সব সমীকরণ বদলে ফেললেন তারা। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় লিড পায় অস্ট্রিয়া। ডনিয়েল মালেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় অস্ট্রিয়া।

বিজ্ঞাপন

সমতে ফেরাতে মরিয়া নেদারল্যান্ডস আক্রমণে ব্যস্ত রেখেছিল অস্ট্রিয়া রক্ষণভাগকে। তবে কিছুতেই গোল আসছিল না। শেষ পর্যন্ত প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই মাঠ ছাড়ে অস্ট্রিয়া।

বিরতির ঠিক পরেই গোলের দেখা পায় নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে সিমনসের বাড়ানো পাসে বক্সের ভেতর বল পান কোডি গ্যাপকো। ডান পায়ের নিখুঁত শটে গোল করে সমতা ফেরান ম্যাচে। সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ডাচরা। ৫৯ মিনিটে আবারও এগিয়ে যায় অস্ট্রিয়া। দুর্দান্ত কাউন্টারে গ্রিলিচের বাড়ানো বলে গোল করেন রোমানো স্কিমিড।

অস্ট্রিয়া এগিয়ে যাওয়ার পর আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৭৫ মিনিটে আবার ম্যাচে সমতা ফেরায় ডাচরা। মেমফিস ডিপাইয়ের গোল বেশ কিছুক্ষণ ভিএআরের সাহায্যে পর্যালোচনা করে শেষ পর্যন্ত গোলের বাঁশি বাজান রেফারি, আনন্দে ভাসে ডাচ সমর্থকরা।

বিজ্ঞাপন

তবে তাদের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮০ মিনিটে মার্সেল স্ট্যাবিজারের দুর্দান্ত এক ফিনিশে ৩-২ এর লিড নেয় অস্ট্রিয়া। সেই লিড ম্যাচের শেষ পর্যন্ত ধরে রেখেছে তারা। ৩-২ গোলের এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই পরের রাউন্ডে উঠল অস্ট্রিয়া। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখনো বেঁচে আছে ডাচদের দ্বিতীয় রাউন্ডের আশা। সেরা চার তৃতীয় দলের মাঝে থাকতে হবে তাদের।

সারাবাংলা/এফএম

ইউরো ২০২৪ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর