গত এক যুগে এমন বাজে সময় আসেনি সাকিবের
২৬ জুন ২০২৪ ১৯:০৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক কিছুই প্রত্যাশা ছিল সাকিব আল হাসানের কাছে। কিন্তু প্রত্যাশার ছিটেফোটাও পূরণ করতে পারেননি বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। তার প্রভাব পরেছে র্যাংকিংয়ে। আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের অলরাউন্ডার ক্যাটাগরিতে ছয় নম্বরে নেমে গেছেন সাকিব।
গত এক যুগে এমন বাজে দিন আসেনি সাকিবের। টি-টোয়েন্টির অলরাউন্ডার র্যাংকিংয়ে সেরা পাঁচের বাইরে ছিলেন সর্বশেষ ২০১২ সালের সেপ্টেম্বরে।
অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন সাকিব। বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছিলেন বিবর্ণ। যাতে শীর্ষ থেকে এক লাফে পাঁচ নম্বরে নেমে গিয়েছিলেন। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে ফিফটি করে করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তাতে দুই ধাপ উন্নতি হয়ে তিন নম্বরে উঠে বসেছিলেন সাকিব।
কিন্তু সুপার এইটের ম্যাচগুলোতে আবারও হতাশার পারফরম্যান্স দেখিয়েছেন। যাতে এক লাফে এবার ছয় নম্বরে নেমে গেলেন। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২০৬। শীর্ষে উঠে বসেছেন শ্রীলংকান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তারপর যথাক্রমে- মোহাম্মদ নবি, হার্দিক পান্ডিয়া, মার্কাস স্টয়নিস ও সিকান্দার রাজা।
বোলিংয়ে বাংলাদেশিদের মধ্যে অবনতি হয়েছে মোস্তাফিজুর রহমানের। চার ধাপ নিচে নেমে ১৮ নম্বরে অবস্থান করছেন মোস্তাফিজ। তাসকিন আহমেদ অবস্থান করছেন ২৪ নম্বরে। লেগ স্পিনার রিশাদ হোসেন তিন ধাপ এগিয়ে তাসকিনের সঙ্গে যৌথভাবে ২৪ নম্বরে উঠে বসেছেন।
ব্যাটিংয়ে উন্নতি হয়েছে তাওহিদ হৃদয়ের। তিন ধাপ এগিয়ে ২৭তম অবস্থানে আছেন তিনি। লিটন দাস চার ধাপ এগিয়ে উঠে বসেছেন ৩৯তম অবস্থানে। নাজমুল হোসেন শান্তার সাত ধাপ ও মাহমুদউল্লাহ রিয়াদের আট ধাপ অবনমন হয়েছে।
ব্যাটিংয়ে ভারতের সূর্যকুমার যাদবকে পেছনে ফেলে শীর্ষে উঠে বসেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। আর বোলিংয়ের শীর্ষস্থানে পরিবর্তন আসেনি। যথারীতি সবার ওপরে ইংল্যান্ডের আদিল রশিদ।
সারাবাংলা/এসএইচএস