Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার বিসিবি পরিচালকদের সভা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ২১:২৯ | আপডেট: ১ জুলাই ২০২৪ ২১:৩৩

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে বোর্ড সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পরিষদ। বিসিবি পরিচালকদের এটা রুটিন সভা। তবে আলোচনা হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে।

মঙ্গলবার বিকেল ৩ টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই সভা। সাধারণত এমন সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলে থাকেন বিসিবির শীর্ষ কর্মকর্তারা। এবারও তেমন হলে বিশ্বকাপ নিয়ে বিসিবির অভিব্যক্তি জানা যাবে। এমনিতে অন্যান্য বিশ্বকাপের মতো এবারের বিশ্বকাপ চলাকালে এবং বিশ্বকাপ শেষে তেমন কথা বলতে দেখা যায়নি বিসিবি কর্তাদের।

বিজ্ঞাপন

বিসিবির পরিচালক পরিষদের সভা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আগামী কাল আমাদের বোর্ডের সভা রয়েছে। রুটিন বিষয়গুলোই আলোচিত হবে। এর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজের বিষয় নিয়ে আলাপ হবে। বাংলাদেশ দল কোন আইসিসি বা এসিসির আসরে অংশ নিলে, এরপরের সভায় পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়। এবারও তা হবে। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয় আছে আলোচ্য সূচিতে।’

এবারের বিশ্বকাপে সুপার এইটে খেলেছে বাংলাদেশ। তবে সুপার এইটে বাংলাদেশের পারফরম্যান্স সমালোচিত হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে প্রত্যাশিত ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ।

আফগানিস্তান আগে ব্যাটিং করলে একটা সময় সমীকরণ ছিল ১২.১ ওভারে ১১৫ রান করতে পারলে বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। কিন্তু এই লক্ষ্যে বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। দলের নেতিবাচক মানসিকতায় বিস্ময় প্রকাশ করতে দেখা গেছে সাবেক ক্রিকেটারদের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর