ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোর ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে মাঠে নেমেই নতুন এক রেকর্ড গড়লেন পেপে। এই নিয়ে চলতি আসরেই দুটি কীর্তি গড়লেন পেপে। এবার বড় টুর্নামেন্টের (ইউরো ও বিশ্বকাপ) হিসেবে নকআউট পর্বের সবচেয়ে বয়সী খেলোয়াড়ের রেকর্ড নিজের করেন নিলেন এই পর্তুগিজ ডিফেন্ডার।
সোমবার (১ জুলাই) স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে নামা পেপের বয়স ৪১ বছর ১২৬ দিন। তিনি ভেঙেছেন পিটার শিলটনের কীর্তি। ১৯৯০ বিশ্বকাপে ইতালির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই ইংলিশ কিংবদন্তি গোলরক্ষক খেলতে নেমেছিলেন ৪০ বছর ২৯২ দিন বয়স নিয়ে।
এবারের ইউরোতে ‘এফ’ গ্রুপে দলের প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলতে নেমে ইউরোপ সেরা প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের কীর্তি গড়েছিলেন পেপে।
ওই ম্যাচে ৪১ বছর ১১৩ দিন বয়স নিয়ে খেলতে নেমেছিলেন তিনি।