Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
৬ জুলাই ২০২৪ ০৩:৫৩

ছবি: এএফপি

নির্ধারিত ৯০ মিনিটে গোল করতে পারেনি দুই দলের কেউই। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। যেখানে দুই দলই দারুণ সব সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত পারে লক্ষ্যভেদ। ম্যাচের ফলাফল নির্ধারণে তাই টাইব্রেকার। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ৫-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।

শুক্রবার (৫ জুলাই) জার্মানির হ্যামবার্গে পর্তুগাল ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্য থাকে। এরপর অতিরিক্ত সময়েও ফলাফল না আসলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ফ্রান্সের হয়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন যথাক্রমে উসমান দেম্বেলে, ইউসোফ ফোফানা, জুল কুন্দে, ব্র্যাডলি বারকোলা এবং থিও হার্নান্দেজ। অন্যদিকে পর্তুগালের হয়ে প্রথম শট থেকে লক্ষ্যভেদ করেন ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর বার্নার্দো সিলভা। তবে তৃতীয় শট নিতে এসে মিস করে বসেন জাও ফেলিক্স, যদিও চতুর্থ শটে লক্ষ্যভেদ করেন নুন্দো মেন্দেস। কিন্তু নিজেদের পঞ্চম শটে লক্ষ্যভেদ করে ফ্রান্সকে সেমিতে নিয়ে যান থিও হার্নান্দেজ।

বিজ্ঞাপন

হ্যামবার্গে দুই দলই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। ২০ মিনিটে এসে প্রথম শট নেয় ফ্রান্স। বক্সের বাইরে থেকে থিও হার্নান্দেজের শট আটকান পর্তুগিজ গোলরক্ষক। ২৮ মিনিটে ফ্রান্সের এদোয়ার্দো কামাভিঙ্গার বক্সের বাইরে থেকে শট পোস্টের বেশ ওপর দিয়ে চলে যায়। ৪২ মিনিটে বক্সের কাছে ফ্রি কিক পায় পর্তুগাল। ব্রুনো ফার্নান্দেজের ডানপায়ের শটটিও পোস্টের নাগাল পায়নি, ওপর দিয়েই চলে যায়।

এরপর দ্বিতীয়ার্ধে দুই দলই এগিয়ে যেতে মরিয়া হয়ে উঠে। ফলে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৫০ মিনিটে এনগোলো কন্তের অ্যাসিস্টে কিলিয়ান এমবাপের ডানপায়ের শট সহজেই ধরেন গোলরক্ষক। ৬১ মিনিটে টানা দুটি সুযোগ পায় পর্তুগাল। হোয়াও ক্যানসেলোর থ্রু বল পেনাল্টি এরিয়ায় গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ, কিন্তু ফরাসি গোলরক্ষক মাইগনান সেটি দারুণভাবে লুফে নেন। পরের মিনিটেই ক্যানসেলোর বাঁকানো শট পোস্টের বাঁ দিকের কোণা দিয়ে বেরিয়ে যায়।

বিজ্ঞাপন

ম্যাচের ৬৪ মিনিটে আরেকটি আক্রমণ পর্তুগালের। এবার রাফায়েল লিয়াও বক্সের মধ্যে বল পাঠান ভিতিনহার কাছে। সামনে থেকে শট নেন ভিতিনহা, এবারও মাইগনান বাঁচান ফ্রান্সকে। তিনি বল ফেরালে সেটি গিয়েছিল রোনালদোর কাছে, পর্তুগিজ যুবরাজ ব্যাকহিলে চেষ্টা করেন। কিন্তু এক ডিফেন্ডারের গায়ে লেগে সে চেষ্টা আটকে যায়।

খেলার ৬৬ মিনিটে ফ্রান্সের কোলো মোয়ানির দুই ডিফেন্ডারকে কাটিয়ে প্রায় গোল পেয়েই যাচ্ছিলেন। কিন্তু রুবিয়েন দিয়াজের গায়ে লেগে সে শট বেরিয়ে যায় বাইরে। ৭০ মিনিটে কামাভিঙ্গা ছয় গজ বক্স থেকে শট নিলেও সেটিও পোস্টের একদম কাছ দিয়ে বেরিয়ে যায়। ৭৪ মিনিটে ফ্রান্সের উসমান ডেম্বেলের বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের শট লেগে যায় পোস্টে। ৮৬ মিনিটে রোনালদো বক্সের খুব কাছে ফ্রি কিক পেলেও সেটি আটকে যায় ফ্রান্সের মানবপ্রাচীরে।

যোগ করা সময়ে এমবাপের জোরালো শট সরাসরি ধরে ফেলেন পর্তুগিজ গোলরক্ষক ডিয়েগো কস্তা। কোনো দলই গোল করতে না পারায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। ৯৪ মিনিটে রোনালদো সুযোগ পেয়েছিলেন। ক্যানসাইসো বাইলাইনের কাছে এসে ক্রস করলে সেটি পর্তুগাল অধিনায়ক পেয়ে যান, কিন্তু তিনি সেই বল মেরে দেন ওপর দিয়ে।

অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হতেই (১০৫ মিনিটে) এমবাপেকে তুলে নেন কোচ। বদলি হিসেবে নামেন ব্র্যাডলি বারকোলা। ১১১ মিনিটে উসমান ডেম্বেলে বাঁ দিক থেকে বক্সের কাছাকাছি এসে শট নিলে সেটি ওপর দিয়ে চলে যায়। এতেই শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ও শেষ হয় গোলশূন্যতে। খেলার ফলাফল নির্ধারণ হয় তাই টাইব্রেকারে।

টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমি নিশ্চিত করে ফ্রান্স। যেখানে ফ্রান্সের প্রতিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানিকে হারানো স্পেন।

সারাবাংলা/এসএস

ইউরো ২০২৪ টপ নিউজ ফ্রান্স বনাম পর্তুগাল

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর