Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭৪ রানেই অলআউট পাকিস্তান


১ জুন ২০১৮ ২১:৫২

।। সারাবাংলা ডেস্ক ।।

ইংল্যান্ডের মাটিতে ১৯৯৬ সালে শেষবার টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। এবার দুই ম্যাচ টেস্ট সিরিজে প্রথম টিতে জয় পেয়ে তাই ২২ বছর পর ইংলিশদের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জয়ের আশা দেখছে সফরকারী পাকিস্তান। কিন্তু শুক্রবার (১ জুন) দ্বিতীয় টেস্টের প্রথম দিনে মাঠে নেমেই হোঁচট খেয়েছে তারা, প্রথম ইংনিসে ব্যাট করতে নেমে ১৭৮ রানেই সব উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

হেডিংলিতে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। কিন্তু ব্যাটিংয়ে নেমেই হোঁচট খায় তারা। দলীয় রান যোগ হওয়ার আগেই স্টুয়ার্ট ব্রডের বলে জো রুটের হাতে ক্যাচ দিয়ে শূন্য হাতে ফিরে যান ইমাম-উল-হক। এরপর দলীয় ১৭ রানে আরেক ওপেনার আজহার আলীকে এলবিডব্লিউতে সাজঘরে পাঠান ব্রড।

তৃতীয় উইকেট জুটিতে হারিস সোহাইল ও আসাদ শফীক হাল ধরার কিছুটা চেষ্টা করলেও, দলীয় ৪৯ রানে ব্যক্তিগত ২৮ রানে ক্রিস ওকসের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সোহাইল। এরপর ওকসের বলে অ্যালিস্টার কুকের হাতে ক্যাচ দিয়ে দলীয় ৬২ রানে ব্যক্তিগত ২৭ রান নিয়ে ফেরেন আসাদ শফিক।

এরপর অধিনায়ক শরফরাজ আহমেদ (১৪), উসমান সালাহউদ্দিন (৪) এবং ফাহিম আশরাফ শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন। দলীয় ৭৯ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

এরপর মোহাম্মদ আমির ও হাসান আলীকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন শাদাব খান। তবে শেষদিকে আমির ১৩ রান এবং হাসান আলী ২৪ রান করে আউট হলে দলীয় ১৭৪ রানে টম কুরানের বলে জেনিংসের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৬ রানে সাজঘরে ফেরেন শাদাব খান। আর তাতেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।

বিজ্ঞাপন

ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস ৩টি করে উইকেট নেন। আর টম কুরান নেন ১টি উইকেট।

তবে এই টেস্ট জয় কিংবা ড্র করলেই ২২ বছর পর নতুন করে ইংলিশদের মাটিতে সিরিজ জিতবে পাকিস্তান।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর