Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মেসিকে কিছুই প্রমাণ করতে হবে না’


২ জুন ২০১৮ ১৩:৫৬ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক ।।

আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতুক আর না জিতুক, দলের প্রধান অস্ত্র লিওনেল মেসিকে খেলাটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তার মতে, রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা ফেভারিট দল নয়, তাই অধিনায়ক মেসিকে কিছুই প্রমাণ করতে হবে না।

১৯৮৬ বিশ্বকাপের শিরোপা জয়ী আর্জেন্টাইন আইকন ম্যারাডোনা জানিয়েছেন, এবার আর্জেন্টিনার কোনো সুযোগই নেই বিশ্বকাপ জেতার, এবার আমি আর্জেন্টিনাকে ফেভারিট তালিকায় রাখছি না। কারণ নম্বর ওয়ান ফেভারিটরা কখনোই বিশ্বকাপ জেতেনি। এটাও কিন্তু সত্যি মেসিদের বিশ্বকাপ জেতার ভালো সুযোগ আছে।

বিজ্ঞাপন

১৯৮৬ সালে মেক্সিকো আসরে আর্জেন্টিনার সবশেষ বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন অধিনায়ক ম্যারাডোনা। সেবার আর্জেন্টিনা ৩-২ গোলে হারিয়েছিল ওয়েস্ট জার্মানিকে। ম্যারাডোনার নেতৃত্বে পরের আসরে (ইতালিতে ১৯৯০ সালে) রানার্স-আপ হয় আর্জেন্টাইনরা। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন মেসি। তবে, ম্যারাডোনার পর মেসির হাতে বিশ্বকাপ শিরোপা উঠেনি। ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ১-০ গোলে হার মেনেছিল মেসি বাহিনী।

আর্জেন্টিনার সাবেক কোচ ম্যারাডোনা বর্তমান কোচ জর্জ সাম্পাওলি প্রসঙ্গে জানিয়েছেন, আমি সাম্পালিকে চিনি না। জানি না তিনি কিভাবে শিষ্যদের খেলান। কিন্তু দলের অনেক খেলোয়াড়কে জানি, তারা যেকোনো কিছু ঘটাতে পারে। আমি জানি, তারা সবটুকু দিয়েই খেলবে।

এদিকে, মেসি প্রসঙ্গে ম্যারডোনা যোগ করেন, ‘আমি মেসিকে শুধু খেলা চালিয়ে যাওয়ার এবং উপভোগ করার পরামর্শ দেব। সে বিশ্বকাপ জিতুক বা নাই জিতুক সমালোচকদের ব্যাপারটা তাকে ভুলে যেতে হবে। মেসির দেখানোর কিছু নেই। শুধু মাঠে খেলাটা উপভোগ করতে হবে।’

রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ১৬ জুন নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন বিশ্বকাপে যাত্রা শুরু করবে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর