Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরে এসে জাহানারা বললেন— ৯ মাস পরিশ্রমের ফল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ২০:৫৯

একটা সময় বাংলাদেশ নারী দলে অটো চয়েস ছিলেন পেসার জাহানারা আলম। বছরখানেক ধরে সেই জাহানারা ছিলেন বাইরে। জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছিলেন গত বছরের মে মাসে। তারপর বাদ পরেছিলেন। তবে সর্বশেষ মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত বোলিং করেছেন। ৯ ম্যাচে সর্বোচ্চ ২৫ উইকেট নিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন জাহানারা।

১৯ শ্রীলংকায় শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ। এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন জাহানারা। তারকা এই পেসার বললেন, দীর্ঘ নয় মাস কষ্টের ফল এটা। এশিয়া কাপে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন সেটাও জানালেন জাহানারা।

এশিয়া কাপকে সামনে রেখে বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প করছেন নারী ক্রিকেটাররা। সেখান থেকেই বিসিবির এক ভিডিও বার্তায় এসব কথা জানিয়েছেন জাহানারা, ‘গত এক বছরের মধ্যে ৯ মাস আমি মাসকো ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছি। সালাউদ্দিন স্যারসহ ওখানে যাঁরা কোচিং স্টাফ ছিলেন, উনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সঙ্গে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরম্যান্স করতে পারি।’

‘সর্বশেষ প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সও হয়েছে, দীর্ঘ ৯ মাসের পরিশ্রম বলতে পারেন। সবকিছু মিলিয়ে এটা অনেক ভালো অনুভূতি যে আবারও বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারছি’—বলেছেন এই পেসার।

নিজেকে ফিটনেস-ফ্রিক বলেছেন জাহানারা, ‘আমি সব সময়ই ফিটনেস-ফ্রিক। ৯ বছর বয়স থেকেই খেলাধুলা করি, সেটা হ্যান্ডবল, ভলিবল—সবাই জানেন এসব। আন্তস্কুল, আন্তজেলা, আন্তবিভাগ থেকেই শুরু। ২০০৭ সালে যখন ক্রিকেট শুরু করি, তখন থেকে চেষ্টা করেছি যেন ফিটনেস ভালো থাকে। আমি একজন পেস বোলার। ২০০৭ সাল থেকে চেষ্টা করেছি একই গতি ধরে রাখতে। গতি বেড়েছে আমার, কমেনি। ফিটেনস ও শক্তি আমাকে সাহায্য করেছে।’

২০১৮ সালে ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে বাংলাদেশের হয়ে জয়সূচক রানটা ছিল জাহানারার। এবারও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি, ‘প্রথম ম্যাচটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি বাংলাদেশ দলের জন্য ইতিবাচক ফল আনতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আমরা চেষ্টা করব আমাদের সুখস্মৃতি ফিরিয়ে আনার জন্য, যেটা আমরা ২০১৮ সালে করেছিলাম।’

সারাবাংলা/এসএইচএস

জাহানারা আলম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর