Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কস্তা-আগুস্তো-জেসুস-ফাগনার ইনজুরিতে


২ জুন ২০১৮ ১৪:৩৪ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৯:৩৬

সারাবাংলা ডেস্ক ।।

ব্রাজিল সমর্থকদের জন্য অস্বস্তি বাড়ালো তারকাদের ইনজুরি। নেইমার নিজের ইনজুরি থেকে সেরে উঠলেও নতুন করে ইনজুরিতে পড়েছেন ডগলাস কস্তা ও রেনাতো আগুস্তো। এই দুই মিডফিল্ডার বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারছেন না। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হলে রাশিয়ার মাটিতে নামার আগে অন্য প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে সুযোগ পাবেন কস্তা-আগুস্তো।

লিভারপুলে রোববার (০৩ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। কস্তা ও আগুস্তোর অ্যানফিল্ডের সেই ম্যাচে না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তাদের জায়গায় কোচ তিতে ফার্নানদিনহোকে ম্যাচের শুরু থেকেই খেলাবেন বলে মনে করা হচ্ছে।

এদিকে, তারকা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও রাইট-ব্যাক ফাগনারও মাইনর ইনজুরিতে পড়েছেন। তবে, তাদের নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে দলের চিকিৎসকরা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে থাকছেন না নেইমার।

বিশ্বকাপের আগে ৩ জুন লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ক্রোয়েশিয়া এবং ১০ জুন ভিয়েনায় আর্নস্ট-হ্যাপেল স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ১১ জুন রাশিয়া রওয়ানা হবে নেইমার-সিলভারা। ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। সুইজারল্যান্ড ছাড়াও ‘ই’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। ২২ জুন কোস্টারিকা ও ২৮ জুন সার্বিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের বিশ্বকাপ দল ও জার্সি নম্বর:
গোলকিপার: আলিসন (১), এডারসন (২৩), কেসিও (১৬)।
ডিফেন্ডার: দানিলো (১৪), ফাগনার (২২), মার্সেলো (১২), ফিলিপে লুইস (৬), থিয়াগো সিলভা (২), মার্কুইনহস (১৩), মিরান্ডা (৩), পেদ্রো জেরোমেল (৪)।
মিডফিল্ডার: কাসেমিরো (৫), ফার্নান্দিনহো (১৭), পাউলিনিহো (১৫), ফ্রেড (১৮), রেনাতো আগুস্তো (৮), ফিলিপে কুতিনিহো (১১), উইলিয়ান (১৯), ডগলাস কস্তা (৭)।
ফরোয়ার্ড: নেইমার (১০), তাইসন (২১), গ্যাব্রিয়েল জেসুস (৯), রবার্তো ফিরমিনো (২০)।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর