Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের মেয়েরাও মুশতাককে কোচ হিসেবে পেতে চায়

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ২২:১৫

ছেলেদের গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন দুর্দান্ত পারফর্ম করেছেন। রিশাদের এমন সাফল্যের পেছনে বড় কৃতিত্ব মনে করা হচ্ছে পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদের। গত এপ্রিল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন মুশতাক। বিসিবি এখন লম্বা সময়ের জন্য মুশতাককে কোচ হিসেবে পেতে চাইছে।

এদিকে, বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদেরও প্রত্যাশা, মুশতাককে যদি কিছুদিন পাওয়া যেত কোচ হিসেবে।

বিজ্ঞাপন

আজ রোববার (১৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন কথা বলেছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন।

তিনি বলেন, ‘বিশ্বকাপের সময় আমরা লেগ স্পিনাররা বলছিলাম, মুশতাক আহমেদ যদি আমাদের সঙ্গেও কিছুদিন কাজ করেন, তাহলে আমাদের জন্য ভালো হবে।’

বাংলাদেশ নারী দল এই মুহূর্তে এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন করছে। ১৯ জুলাই থেকে শ্রীলংকার মাটিতে বসতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল, বললেন ফাহিমা।

ফাহিমা বলেন, ‘আমাদের গ্রুপে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড আছে। প্রথম ম্যাচটা (শ্রীলঙ্কার বিপক্ষে) খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা আপাতত সেমিফাইনাল টার্গেট করছি।’

২০১৮ সালে ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই দলের একাধিক ক্রিকেটার আছেন বর্তমান দলে।

ফাহিমার প্রত্যাশা ২০১৮ সালের সুখস্মৃতি আবারও ফিরিয়ে আনতে পারবে নারী দল, ‘দলটা প্রায় একই আছে। কয়েকজন ক্রিকেটার পরিবর্তন হয়েছে। বড় কোনো পরিবর্তন দেখি না। আশা করছি আমরা ভালো করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল মুশতাক আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর