Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে বাংলাদেশি মেয়েদের রানের পাহাড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৪ ১৬:২৪

শ্রীলংকার কাছে হেরে এশিয়া কাপ শুরু করলেও তারপর দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডকে স্রেফ উড়িয়ে দিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। আজ গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে রীতিমতো রানের পাহাড় গড়েছে বাংলাদেশ নারী দল।

আগে ব্যাটিং করতে নেমে মালয়েশিয়ার বিপক্ষে ২ উইকেটে ১৯২ রান তুলেছে বাংলাদেশ। এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ নারী দলের এটা সর্বোচ্চ স্কোর। দুর্দান্ত দুটি হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা ও ওপেনার মুর্শিদা খাতুন।

বিজ্ঞাপন

বুধবার (২৪ জুলাই) শ্রীলংকার ধর্মশলায় টস জিতে ব্যাটিং নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুরতানা। উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ দারুণ ফলে নিগারের ব্যাটিং নেওয়াটা অনুমিতই ছিল।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তুলনামূলক ‘দুর্বল’ মালয়েশিয়ার বোলিং আক্রমণের ওপর চাড়াও হন বাংলাদেশের দুই ওপেনার। ওপেনিং জুটিতে ৭ ওভারে ৬২ রান তোলেন দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। দিলারা ২০ বলে ৩৩ রান করে ফিরলে ক্রিজে আসেন অধিনায়ক নিগার সুলতানা।

তিনে নেমে মুর্শিদার সঙ্গে দুর্দান্ত একটা জুটি গড়ে তোলেন নিগার। দ্বিতীয় উইকেটে ৫৬ বলে ৮৯ রান তোলেন দুজন। ৫৯ বলে ১০টি চার ১ টি ছয়ে ১৭তম ওভারে ৮০ রান করে ফেরেন মুর্শিদা।

তারপর ব্যাটে ঝড় আরও বাড়ে নিগারের। ২০ ওভার শেষে ৩৭ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে চার মেরেছেন ৫টি, ছক্কা ২টি। তার সঙ্গে ৪ বলে ৬ রানে অপরাজিত  ছিলেন রোমানা আহমেদ।

সারাবাংলা/এসএইচএস

বাংলাদেশ নারী ক্রিকেট দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর