চট্টগ্রামে মুশফিকের ফিফটি, নাঈমের ৪ উইকেট
২৫ জুলাই ২০২৪ ২০:০৪
জাতীয় দলের ক্রিকেটাররা অনেকদিন ধরেই ক্রিকেটের বাইরে। জাতীয় দলের পরবর্তী খেলা পাকিস্তানের বিপক্ষে। আগস্টে পাকিস্তান সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখেই চট্টগ্রামে দুটি দুই দিনের ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। আজ প্রথম ম্যাচের প্রথম দিনে ফিফটি করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। জাতীয় দলের তরুণ স্পিনার নাঈম হাসান তুলে নিয়েছেন ৪ উইকেট।
লাল ও সবুজ এই দুই দলে বিভক্ত হয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ খেলছেন ক্রিকেটাররা। আজ প্রথম দিনের খেলায় আগে ব্যাটিং করতে নেমে একদমই ভালো করতে পারেনি লাল দল।
মাত্র ৪৫ ওভারে ১৩১ রানেই গুটিয়ে গেছে লাল দল। মুশফিকুর রহিম ৮৪ বলে একাই করেছেন ৫০ রান। সবুজ দলের স্পিনার নাঈম হাসান ৪ উইকেট নিয়েছেন। ৩টি উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ।
পরে ব্যাটিং করতে নেমে শক্ত অবস্থানে থেকেই দিনের খেলা শেষ করেছে সবুজ দল। দিনের খেলা শেষ হওয়ার আগে ৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলেছে সবুজ দল। ৭৮ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক।
জাতীয় দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চিকিৎসার কারণে থাইল্যান্ড গেছেন বলে এই ম্যাচে খেলতে পারছেন না। দ্বিতীয় দুই দিনের ম্যাচেও খেলতে পারবেন না শান্ত।
তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে আজ সকালে চট্টগ্রাম গিয়ে পৌঁছেছেন লিটন দাস, হাসান মাহমুদ, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান, তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও জাকের আলী।
সারাবাংলা/এসএইচএস